দিল্লিতে রংয়ের কারখানায় বিস্ফোরণ, আগুন, মৃত ১১
১৬ ফেব্রুয়ারি ২০২৪বিজ্ঞাপন
দমকল কর্মকর্তারা জানিয়েছেন, প্রথমে ২২টি ইঞ্জিন যায়। চার ঘণ্টা ধরে চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ১১ জন মারা গেছেন। দুই জন নিখোঁজ। আহত হয়েছেন চারজন ।
পুলিশ জানিয়েছে, মৃত ১১ জনই কারখানার কর্মী। বিস্ফোরণের ফলে বাড়ির ছাদ ভেঙে পড়ে যায়। তাতেই ১১ জন মারা যান। তারপর আগুন লাগে। তাদের দেহ পুড়ে যায়। দেহ শনাক্ত করার কাজ চলছে। কেন বিস্ফোরণ হলো তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।
ওই রংয়ের কারখানাটি ঘনবসতিপূর্ণ এলাকায় ছিল। আগুন পাশে একটি বাড়িতে এবং একটি নেশা মুক্তি কেন্দ্রেও ছড়ায়। তবে দমকল কর্মীরা তা দ্রুত নিয়ন্ত্রণে আনেন।
ভারতের বিভিন্ন শহরে নিয়মিত আগুন লাগার ঘটনা ঘটে। দিল্লিতেও প্রায়ই বাড়ি, বাজার, আবর্জনার স্তূপে আগুন লাগে।
জিএইচ/এসজি(পিটিআই)