1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পিকার পেলোসি’র রেকর্ড

৪ জানুয়ারি ২০১৯

মার্কিন প্রতিনিধি পরিষদে দ্বিতীয়বারের মতো স্পিকার হলেন ডেমোক্র্যাটিক দলের ন্যান্সি পেলোসি৷ ফলে দুইবার স্পিকারের দায়িত্ব পাওয়া প্রথম ব্যক্তি হলেন তিনি৷

https://p.dw.com/p/3B203
ছবি: Getty Images/AFP/S. Loeb

নভেম্বরে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ এখন ডেমোক্র্যাটদের হাতে৷ পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যা এখন ২৩৫, আর রিপাবলিকান আছেন ১৯৯ জন৷ উল্লেখ্য, প্রতিনিধি পরিষদ হচ্ছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ৷ আর উচ্চকক্ষ হচ্ছে সেনেট৷ সেখানে অবশ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানদের নিয়ন্ত্রণ আছে৷

ন্যান্সি পেলোসি স্পিকার নির্বাচিত হওয়ায় তিনি এখন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তিন নম্বরে আছেন৷

বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে দেয়া বক্তব্যে পেলোসি বলেন, সামনের দিনগুলোতে কাজ করা কঠিন হবে৷ ‘‘আমরা এমন কোনো বিভ্রমে নেই যে, আমাদের কাজ সহজ হবে৷ আমার মনে হয়, এই পরিষদের সবাই এতে একমত হবেন,'' বলেন তিনি৷ ‘‘তবে আসুন আমরা সবাই মিলে এই অঙ্গীকার করি যে, আমরা যখন ভিন্নমত পোষণ করবো তখনও আমরা একে অপরকে সম্মান করবো এবং আমরা সত্যকে সম্মান জানাবো৷''

ট্রাম্পের অভিসংশন?

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে আসার পর থেকেই বিষয়টি আলোচিত হচ্ছে৷ নির্বাচিত কয়েকজন ডেমোক্র্যাট প্রতিনিধি এই বিষয়ে কথা বলতে ন্যান্সি পেলোসিকে চাপ দিয়েছেন৷

তবে তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে রবার্ট ম্যুলার যে তদন্ত করছেন, তার প্রতিবেদন পাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করবেন৷

এদিকে মার্কিন টিভি এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে পেলোসি বলেন, ‘‘রাজনৈতিক কারণে অভিশংসন করা আমাদের উচিত হবে না৷ এবং রাজনৈতিক কারণে অভিশংসন  এড়িয়ে যাওয়া আমাদের উচিত হবে না৷''

উল্লেখ্য, একমাত্র মার্কিন প্রতিনিধি পরিষদই প্রেসিডেন্টকে অভিশংসিত করার প্রক্রিয়া শুরু করতে পারে৷

সবচেয়ে বৈচিত্র্যময় কংগ্রেস

এবারের কংগ্রেস ইতিহাসের সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ কংগ্রেস হিসেবে বিবেচিত হচ্ছে৷ প্রতিনিধি পরিষদে এবার মোট ১০২ জন নারী আছেন, অর্থাৎ প্রতি চারজনের একজনই নারী৷

এবারই প্রথম যুক্তরাষ্ট্রের আদিবাসী সম্প্রদায় থেকে দু'জন নারী প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছেন৷ এছাড়া প্রথমবারের মতো দু'জন মুসলিম নারীও নির্বাচিত হয়েছেন৷

২৯ বছর বয়সি আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ ইতিহাসের সবচেয়ে কমবয়সি তরুণী হিসেবে প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছেন৷

জেডএইচ/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)