দুই দিনের সফরে আজ ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী
৬ সেপ্টেম্বর ২০১১আর বিএনপি নেতা এবং সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ এবং দেশের মানুষের স্বার্থ বিবেচনায় রাখবে বিএনপি৷
আজ সকালে ঢাকায় আসছেন ড. মনমোহন সিং৷ তিনি দু'দিনের সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন৷ তার সফরকালে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে৷ তিনি বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদের সঙ্গে বৈঠক করবেন৷ মনমোহনের এই সফরকে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে৷ আওয়ামী লীগ নেতা তোফায়ের আহমেদ জানান, তার এই সফরকে রাজনৈতিক বিভেদের উর্ধ্বে রেখে দেশের স্বর্থে বিবেচনা করতে হবে৷
আর বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী মনে করেন, এখানে বিএনপি বা আওয়ামী লীগ কোন বিষয় নয়৷ বিষয়টি হল দেশ ও দেশের মানুষের স্বার্থ৷ সেই স্বার্থ বিবেচনা করতে হবে৷
তোফায়েল আহমেদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশ সরকার কোন গোপন চুক্তি করতে যাচ্ছেনা৷ আর আজকের যুগে কোন গোপন চুক্তি করা সম্ভবও নয়৷
আমীর খসরু মাহমুদ চৌধুরী চৌধুরী মনে করেন, সব চুক্তি করা উচিত স্বচ্ছতার সঙ্গে৷ জনগণকে সব বিষয় জানান উচিত৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক