দুবাইয়ের আল ওয়াসি ফুটবল ক্লাবের কোচ হচ্ছেন মারাদোনা
১৬ মে ২০১১মারাদোনা কি বসে থাকার পাত্র! আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হিসেবে চাকরি নাই বা থাকলো৷ এবার দুবাইয়ের আল ওয়াসি ফুটবল দলের কোচ হতে চলেছেন বিশ্ববিখ্যাত এই ফুটবল তারকা৷ সোমবার ক্লাবের পক্ষ থেকে বলা হয়, ‘‘আমরা অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি, যে দিয়েগো আর্মান্দো মারাদোনা ক্লাবের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন৷'' আপাতত আগামী দুই মরশুমের জন্য তাঁকে চুক্তিবদ্ধ করা হয়েছে৷
গত বছর দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের সময় আর্জেন্টিনার জাতীয় দলের কোচ ছিলেন মারাদোনা৷ কোয়ার্টার ফাইনালে জার্মানির হাতে ৪-০ গোলে শোচনীয় পরাজয়ের পর তাঁকে বরখাস্ত করা হয়৷ তারপর ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাব বা ইরানের জাতীয় দলের কোচ হিসেবে তাঁর নাম শোনা যাচ্ছিল৷ কিন্তু শনিবার যখন মারাদোনা দুবাইয়ে গিয়ে আল ওয়াসি ফুটবল ক্লাবের প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন, তখন তাঁর ভবিষ্যৎ দায়িত্বের প্রাথমিক আভাস পাওয়া গিয়েছিল৷
সংযুক্ত আরব আমিরাতের ফুটবল লিগ তালিকায় আপাতত চতুর্থ স্থানে রয়েছে আল ওয়াসি ক্লাব৷ মার্চ মাসে ব্রাজিলীয় কোচ স্যার্জো ফারিয়াস ক্লাব ছেড়ে চলে যাওয়ার পর নতুন কোচের খোঁজ চলছিল৷ এখন খোদ মারাদোনাকে পেয়ে আনন্দে আত্মহারা ক্লাবের সভাপতি মারওয়ান বিন বায়াত৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক