1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেখুন আমুদে এক পুলিশের কাণ্ড

২৬ সেপ্টেম্বর ২০১৭

যুক্তরাষ্ট্রের এক স্কুলের ছাত্র-ছাত্রীদের সব আনন্দ মাটি হতে চলেছিল এক পুলিশের কারণে৷ মহানন্দে খেলা দেখছিল ওরা৷ হঠাৎ পুলিশ দেখে সবাই ভাবছিল বোধহয় এক বন্ধু গ্রেপ্তার হতে চলেছে৷ পরে সেই পুলিশকে নিয়েই আনন্দে মেতে ওঠে তারা৷

https://p.dw.com/p/2khft
Australia Perth - Chinesische Studenten
ছবি: picture-alliance/dpa/H. He

উইসকনসিন হাইস্কুলের নাম এখন বিশ্বের অনেক দেশের অনেক মানুষই জানেন৷ অথচ এক সপ্তাহ আগেও স্কুলটির সুখ্যাতি শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ ছিল৷ সবাই জানতেন, এই স্কুলে লেখাপড়ার মান, পরীক্ষার ফলাফল ভালো৷ তবে এখন সবাই জানেন, এই স্কুলে হাজির হয়েছিলেন এমন এক পুলিশ, দুষ্টের দমনই শুধু নয়, শিষ্টের মনে আনন্দ ছড়াতেও যার জুড়ি মেলা ভার৷

শিক্ষার্থীরা সেদিন গ্যালারিতে বসে ফুটবল উপভোগে মশগুল৷ হঠাৎ সেই পুলিশের আবির্ভাব৷ বলা নেই, কওয়া নেই এসেই তিনি এক শিক্ষার্থীকে গ্রেপ্তারে উদ্যত৷ প্রথমে ভয় এবং অস্বস্তি, তারপর মৃদু ক্ষোভও ছড়িয়ে পড়ে গ্যালারিতে৷ কিন্তু তা শুধু কয়েক মুহূর্তের জন্য৷ বিশালদেহী সিকিউরিটি অফিসার জ্যাক ট্যাশনার পরক্ষণেই চিয়ারলিডারের মতো নানা ভঙ্গিতে নাচ শুরু করতেই বদলে যায় বাতাবরণ৷ সামনে জ্যাক আর পেছনে গ্যালারি ভর্তি শিক্ষার্থী – সবাই এক তালে, একই ভঙ্গিতে দুলছে, নাচছে,  সবার প্রাণখোলা হাসিতে গ্যালারি যেন কাঁপছে তখন৷

পুরো ঘটনাটি দেখা যাবে গত ১৬ সেপ্টেম্বর অ্যাপলটন পুলিশ ডিপার্টমেন্টের ফেসবুক পেজে আপলোড করা ভিডিওতে৷ মাত্র ১০ দিনে ভিডিওটি দেখা হয়েছে ৩০ লক্ষেরও বেশিবার!

পরে জ্যাক ট্যাশনার জানিয়েছেন, হঠাৎ এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করতে যাওয়ার ব্যাপারটি ছিল পুরো সাজানো নাটক৷ যাকে গ্রেপ্তার করতে গিয়েছিলেন, তাকে তো বটেই, এমনকি স্কুল কর্তৃপক্ষকেও আগেই জানিয়েছিলেন বিষয়টি৷ সাজানো নাটকের মঞ্চায়ন এতটাই সফল হয়েছিল যে, পরে ফক্স নিউজকে জ্যাক ট্যাশনার বলেছেন, ‘‘যখন দেখলাম, আমি যা করছি, ওরা (শিক্ষার্থী) অবিকল ঠিক তা-ই করছে, মনে হচ্ছিল, অনন্তকাল ওই কাজই করে যাই৷ কিন্তু এক সময় আমার পা আর সায় দিচ্ছিল না৷''

এসিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য