আলীবাবা প্রধানের নাচের যে ভিডিও ভাইরাল
১৮ সেপ্টেম্বর ২০১৭এরপর মাইকেলের জ্যাকসনের বিভিন্ন গানের মিউজিকের তালে নাচতে থাকেন৷ পপ সম্রাট মাইকেল জ্যাকসন তাঁর ‘ডেঞ্জারাস ওয়ার্ল্ড ট্যুর’-এ মঞ্চে যেভাবে মোটরসাইকেলে চেপে প্রবেশ করেছিলেন হুবহু সেভাবেই প্রবেশ করেন তিনি৷ পরনে ছিল একই ধরনের পোশাক৷ এরপর ‘বিলি জিন’ এবং ‘ডেঞ্জারাস’ গান দু’টির মিউজিকের সঙ্গে নাচেন তিনি৷
ফোর্বসের দেয়া তথ্য অনুযায়ী, মা-এর সম্পদের পরিমাণ ৩ হাজার ৮৮০ কোটি মার্কিন ডলার৷ চীনে তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে৷ এবারই প্রথম নয়, কোনো উপলক্ষ্য পেলেই মঞ্চে ওঠেন তিনি৷ গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার পরই এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়৷ সেইসাথে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে মা-কে নিয়ে৷ কেউ লিখেছেন, ‘‘বুঝলাম, তিনি ধনী, তাই বলে মাইকেল জ্যাকসন সাজার কী দরকার পড়ল তার?’’ আবার কেউ লিখেছেন, ‘‘তার চেষ্টাকে নিয়ে তোমরা মজা করতে পারো না৷ তিনি যথেষ্ট চেষ্টা করেছেন মাইকেল জ্যাকসনকে অনুকরণ করার৷’’ আরেকজনের বক্তব্য, ‘‘এই নাচ দেখার পর তার অধীনস্তরা কেউ তাঁকে সিরিয়াসলি নেবে না৷’’
এপিবি/এসিবি