প্রথমার মেলা
১৭ সেপ্টেম্বর ২০১২‘প্রথমা'ও শুরু করল সেই পথে যাত্রা৷ ঢাকায় চলছে তাঁদের প্রথম বইমেলা৷ দেশ-বিদেশের অনেক বই স্থান পেয়েছে সেখানে৷ প্রতিদিন ভিড় জমাচ্ছেন পাঠক, ক্রেতারা৷ প্রথমা'র প্রধান সমন্বয়ক জাফর আহমেদ রাশেদ মনে করেন, শুরুটা খুব ভালো হয়েছে৷
সব প্রকাশকই পারেন নিজস্ব বই মেলা আয়োজন করতে৷ কিন্তু তা করতে গেলে নিজেদের সুপরিসর বিক্রয়কেন্দ্র থাকলে ভালো হয়৷ ঢাকায় প্রথমা'র রয়েছে তিনটি বিক্রয়কেন্দ্র৷ তার একটি ঢাকার আজিজ সুপার মার্কেটে৷ সেখানেই গত বুধবার থেকে সাতদিনের এ মেলার আয়োজন করেছে প্রথমা৷
ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে জাফর আহমদ রাশেদ জানালেন, মেলায় রাখা হয়েছে প্রথমা থেকে প্রকাশিত একশ'রও বেশি বই৷ নিজেদের এবং বিদেশের আরো বই পরবর্তী মেলাগুলোতে নিয়ে আসার ইচ্ছে আছে বলে জানিয়েছেন তিনি৷ আরো জানিয়েছেন, প্রথমা এখনো তরুণ লেখকদের বই খুব একটা প্রকাশ করেনি, তবে ভবিষ্যতে অবশ্যই করবে৷
সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: জাহিদুল হক