‘দ্য ইকনমিস্ট কোন বাইবেল নয়’ : ড. গওহর রিজভী
৯ আগস্ট ২০১১ওই প্রতিবেদনে আওয়ামী লীগের ক্ষমতায় আসার পিছনে ভারতের ভূমিকার কথা বলা হয়েছে৷ ড. গওহর রিজভী বলেন, তথ্য প্রমাণ না থাকলে এ ধরনের প্রতিবেদন প্রকাশের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা যায়৷
দ্য ইকনমিস্ট-এর প্রতিবেদনের ব্যাপারে বাংলাদেশ সরকার ইতিমধ্যই লিখিত প্রতিবাদ জানিয়েছে৷ যা পত্রিকাটির অনলাইন সংস্করণে ছাপা হয়েছে৷ এবার প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ওই প্রতিবেদন নিয়ে মুখ খুললেন৷ তিনি বলেন, সাময়িকী হিসেবে দ্য ইকনমিস্ট-এর গ্রহণযোগ্যতা নিয়ে তিনি কোন প্রশ্ন তোলেন না৷ কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশ সরকার সম্পর্কে তাদের প্রতিবদনে যা বলা হয়েছে তা তিনি চ্যালেঞ্জ করেন৷ তিনি বলেন পত্রিকা লিখেছে ২০০৮ সালের নির্বাচনের সময় ভারত থেকে বস্তাভর্তি টাকা এসেছে৷ যা নির্বাচনকে প্রভাবিত করেছে৷ এর পক্ষে পত্রিকাটির কাছে কি তথ্য প্রমাণ রয়েছে তা প্রকাশ করা উচিৎ৷ তথ্য প্রমাণ ছাড়া লিখে দিলেই হল না৷তিনি তথ্য প্রমাণ হাজির করার জন্য ইকনমিস্টকে চ্যালেঞ্জ করেন৷ তিনি বলেন, ইকনমিস্ট কোন বাইবেল নয় যে তারা যা লিখবে তা বিশ্বাস করতে হবে৷ তারা তথ্য প্রমাণ ছাড়া কিছু লিখলে তা আমাদের গ্রহণ করার কোন কারণ নেই৷
অন্যদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বিএনপি নেতা মোরশেদ খান ইকনমিস্ট-এর প্রতিবেদনের তথ্যকে দুঃখজনক বলে মন্তব্য করে বলেন, সরকার যে প্রতিবাদ জানিয়েছে তা যথেষ্ট নয়৷
ইকনমিস্ট-এর প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দুর্নীতির ব্যাপারেও লেখা হয়েছে৷ বিএনপি'র পক্ষ থেকে এখনো এর কোন প্রতিবাদ করা হয়নি৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ