নতুন বিচারপতি
১২ ডিসেম্বর ২০১২ট্রাইবুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি একে এম ফজলে কবির ট্রাইবুনাল ১-এর পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের স্থলাভিষিক্ত হচ্ছেন৷ ট্রাইবুনাল ২-এর চেয়াম্যান হচ্ছেন বিচারপতি ওবায়দুল হাসান৷ আর ট্রাইবুনাল ২-এ নতুন বিচারপতি হিসেবে যোগ দিচ্ছেন হাইকোর্টের বিচারপতি মজিবুর রহমান মিয়া৷ আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানিয়েছেন, ট্রাইবুনালে এই নতুন নিয়োগ এবং পুনর্গঠনের কাজ আগামীকালের মধ্যে চূড়ান্ত হবে৷ তিনি জানিয়েছেন, বিচারপতি নিজামুল হক নাসিমের পদত্যাগের কারণে ট্রাইবুনালের কাজে কোনো ছন্দ পতন হবে না৷ আর যাতে কোনো ছন্দপতন না হয়, সে জন্য দু'টি ট্রাইবুনালেই পুনর্গঠনের কাজ চলছে৷
এদিকে আওয়ামী লীগ নেতা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম দাবি করেছেন যে, যুদ্ধাপরাধ ট্রাইবুনাল নিয়ে দেশে এবং বিদেশে ষড়যন্ত্র হচ্ছে৷ আর সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই বিচারপতির কথোপকথনকে ‘হ্যাকিং' করে প্রকাশ করা হয়েছে৷ কিন্তু কোনো চক্রান্তই যুদ্ধাপরাধের বিচার বন্ধ করতে পারবে না৷
অন্যদিকে, বিরাধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, সরকার রায় চায়, ন্যায় বিচার চায় না৷ তাই যুদ্ধাপরাধের বিচারের স্বচ্ছতা নিয়ে বিএনপি আগেই প্রশ্ন তুলেছিল৷ তাছাড়া, বিচারপতি নিজামুল হক নাসিমের পদত্যাগের মধ্য দিয়ে এটাই প্রমাণ হয়েছে যে স্বচ্ছতার সঙ্গে এই বিচার হচ্ছে না৷
স্কাইপ-এ মামলার বিষয় নিয়ে একজন আইনজ্ঞের সঙ্গে কথা বলার ঘটনা প্রকাশ হয়ে যাওয়ায় মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন বিচারপতি নিজামুল হক নাসিম৷
২০১০ সালের ২৫শে মার্চ যুদ্ধাপরাধ ট্রাইবুনাল ১ গঠন করা হয়৷ শুরু থেকেই নিজামুল হক নাসিম এই ট্রাইবুনালের চেয়ারম্যান ছিলেন৷ এর আগে চলতি বছরের ২৮শে আগস্ট ট্রাইবুনাল ১-এর আরো একজন বিচারপতি জহির আহমেদ পদত্যাগ করেন৷ তাঁর জায়গায় তখন নিয়োগ দেয়া হয় বিচারপতি আনোয়ার উল হককে৷