1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নরওয়ের হামলা ও খ্রিষ্টান মৌলবাদ

৬ আগস্ট ২০১১

নরওয়েতে সাম্প্রতিক হামলার পর খ্রিষ্টান মৌলবাদ নিয়ে নতুন করে আগ্রহ দেখা দিয়েছে৷ তারা কী চায়, নিজেদের লক্ষ্য হাসিল করতে তারা সন্ত্রাসকে হাতিয়ার করতে কতটা প্রস্তুত, এসব বিষয় নিয়ে বিতর্ক চলছে৷

https://p.dw.com/p/12Bxd
সাম্প্রতিক হামলায় নিহতদের স্মরণ করছেন সাধারণ মানুষছবি: dapd

ব্রাইভিক'এর কার্যকলাপ

নরওয়ের হামলায় ৭৭ জনের মৃত্যুর পর হত্যাকারী আন্ডার্স বেরিং ব্রাইভিক'এর মূল উদ্দেশ্য সম্পর্কে প্রতিদিনই নতুন কোনো না কোনো তথ্য উঠে আসছে৷ চরম দক্ষিণপন্থী মতবাদের প্রতি আকর্ষণ, মুসলিমদের প্রতি চরম ঘৃণা ও তার ব্যক্তিত্বের মধ্যে বিকৃতির মতো বিষয় খতিয়ে দেখা হচ্ছে৷ ৩২ বছর বয়স্ক ব্রাইভিক নিজেকে খ্রিষ্টান বলে তুলে ধরেছে৷ পুলিশও তাকে খ্রিষ্টান মৌলবাদী হিসেবে গণ্য করছে৷ জার্মানির ধর্মতাত্ত্বিকরা অবশ্য এটা মানতে প্রস্তুত নন৷ জার্মান প্রোটেস্ট্যান্ট চার্চের প্রতিনিধি রাইনহার্ড হেম্পেলমান ব্রাইভিক'এর প্রায় ১,৫০০ পাতার ম্যানিফেস্টো পড়ে দেখেছেন৷ তিনি সেখানে ধর্মভিত্তিক রাষ্ট্রের উল্লেখ, বাইবেল থেকে উদ্ধৃতি বা কোনো খ্রিষ্টান মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের চিহ্ন খুঁজে পান নি৷

মৌলবাদী চিন্তাধারার প্রেক্ষাপট

ব্রাইভিক'এর ঘটনা যাই হোক না কেন, গোটা বিশ্ব জুড়ে খ্রিষ্টান মৌলবাদী চিন্তাধারা ছড়িয়ে রয়েছে৷ গত কয়েক দশকে পেন্টেকোস্ট্যালিজম আন্দোলন ও ইভাঞ্জেলিক্যাল আন্দোলনের হাত ধরে চরম রক্ষণশীল খ্রিষ্টান ভাবধারা শক্তিশালী হয়ে উঠেছে৷ জার্মানির ম্যুনস্টার বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বের অধ্যাপক হেলমুট ল্যোর এপ্রসঙ্গে বললেন, ‘‘যখন আমরা খ্রিষ্টান মৌলবাদের কথা বলি, তখন বেশিরভাগ ক্ষেত্রেই প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের প্রতিই ইঙ্গিত করা হয়৷ এর অর্থ, মূলত ইউরোপ ও উত্তর অ্যামেরিকার প্রোটেস্ট্যান্ট গোষ্ঠী ও কিছু মিশনারি সংগঠনের কথাই ভাবা হয়, যারা আফ্রিকা ও দক্ষিণ অ্যামেরিকায় তৎপর৷ কিন্তু আমার মতে, মৌলবাদী খ্রিষ্টান ভাবধারা শুধু প্রোটেস্ট্যান্ট ধর্মচিন্তার মধ্যেই সীমাবদ্ধ নয়৷ ক্যাথলিক ও গোঁড়া অর্থোডক্স গির্জার মধ্যেও এই প্রবণতা লক্ষ্য করা যায়৷''

Attentäter Norwegen Anders Behring Breivik Flash-Galerie
আন্ডার্স বেরিং ব্রাইভিকছবি: AP

প্রায় সব খ্রিষ্টান মৌলবাদী আন্দোলনের মধ্যেই বাইবেলের প্রতিটি শব্দের আক্ষরিক মূল্যায়নের প্রবণতা দেখা যায়৷ তারা নিজেদের বাকি ধর্মীয় ও সামাজিক গোষ্ঠীগুলি থেকে বিচ্ছিন্ন করে ফেলে, তাদের প্রতি বৈরী মনোভাব দেখায়৷ তাদের কাছে আধুনিক সমাজে বহুধর্মের সহাবস্থান, পারস্পরিক সহিষ্ণুতার শিক্ষা একটা বড় হুমকি৷ তারা একমাত্র নিজেদেরই আসল ধর্মবিশ্বাসী হিসেবে গণ্য করে৷ জার্মানির সমাজতাত্ত্বিক এভেলিন হ্যুগলি শ্মিট এককালে এমন এক গোষ্ঠীর সদস্য ছিলেন৷ ফলে তিনি খুব কাছ থেকে তাদের পর্যবেক্ষণ করেছেন৷

অনেকে এমন গোষ্ঠীর মধ্যে জন্মগ্রহণ করেছে৷ অনেকে ব্যক্তিগত সংকটের কারণে এমন গোষ্ঠীর শরণাপন্ন হয়েছে৷ তাদের অনেক কঠিন প্রশ্নের অতি সহজ উত্তর দিয়ে দেয় এমন গোষ্ঠীর সদস্যরা৷ দুর্বল চিত্তের মানুষ শান্তির আশায় নিজেকে কার্যত সঁপে দেয় এমন গোষ্ঠীর কাছে৷ তার অনেক সিদ্ধান্ত বাকিরা নিয়ে নিলে সে নিজে অনেকটা হাল্কা বোধ করে৷ এ যেন অনেকটা বড় একান্নবর্তী পরিবারে থাকার মতো৷ সেখানে উষ্ণতা, ভালবাসা, সুরক্ষা, আন্তরিকতা – সবই পাওয়া যায়৷

মতবাদ থেকে হিংসা

তবে খ্রিষ্টান মৌলবাদের সঙ্গে রক্ষণশীল খ্রিষ্টানদের একটা বড় তফাত রয়েছে৷ খ্রিষ্টধর্মের ইতিহাসে গোঁড়ামি বা ধর্মীয় উন্মাদনার অনেক দৃষ্টান্ত রয়েছে৷ কিন্তু তা কখনোই ধর্মের মূল স্রোতকে কলুষিত করতে পারে নি, হাতে গোনা কিছু মানুষই এমন মনোভাব দেখিয়ে এসেছে৷ ফ্লোরিডার ইভাঞ্জেলিক্যাল ধর্ম প্রচারক পবিত্র কোরআন পোড়ানোর ডাক দিয়ে নিজেই সত্যি এই কাজ করে দেখিয়েছিলেন৷ খ্রিষ্টান মৌলবাদীদের মধ্যে হিংসাত্মক কার্যকলাপ বা মানুষের বিরুদ্ধে হিংসার পথে চলার ডাক দেওয়ার চল নেই৷ কিন্তু ব্রেইভিক দেখিয়ে দিয়েছে, যে মৌলবাদী চিন্তাধারা থেকে সক্রিয় সন্ত্রাসী হামলার পথে যেতে বেশি সময় লাগে না৷ তার এই দৃষ্টান্ত অন্যদেরও এমন কাজে উদ্বুদ্ধ করতে পারে বলে অনেকেই আশঙ্কা করছে৷ অনেকেই ইন্টারনেটে ব্রেইভিক'এর ম্যানিফেস্টো পড়ছে, তার বাণী আরও ছড়িয়ে পড়ছে৷ আদালতে ব্রাইভিক গোটা বিশ্ব জুড়ে তাকে ঘিরে এই মাতামাতি কাজে লাগানোর চেষ্টা করবে, এবিষয়ে কোনো সন্দেহ নেই৷ এভাবে এমন সর্বনাশা ভাবাদর্শের প্রচার যাতে না ঘটে, সেবিষয়ে সাবধান করে দিচ্ছেন অনেক সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য