নারী গৃহকর্মীদের এক প্যাকেট স্যানিটারি প্যাড দিন
২৬ মে ২০১৭মেয়েদের ঋতুস্রাব বা মাসিক এক প্রাকৃতিক ব্যাপার৷ পুরুষের এই প্রাকৃতিক ব্যাপারটি ঘটে না বলেই সম্ভবত এর বিড়ম্বনার দিকটি পুরুষদের পক্ষে বোঝা একটু কঠিন৷ কিন্তু কৈশোরেই একটি মেয়ে সেটা টের পায়৷ মাসের সেই নির্দিষ্ট সময়টিতে তাই তাদের নিতে হয় বাড়তি উদ্যোগ৷
বর্তমানে নানা রকমের স্যানিটারি প্যাড রয়েছে, যা সহজলভ্য৷ ফলে সাধারণ পরিবারের নারীদের আগের মতো হয়ত কষ্ট করতে হয় না৷ কিন্তু বাড়ির নারী গৃহকর্মীর কথা কী ভেবেছেন? সঙ্কোচের কারণে তিনি হয়ত মাসিকের কথা জানাতে পারেন না গৃহকর্তা বা গৃহকর্ত্রীকে৷ কিন্তু তাঁরওতো প্রয়োজন সেই বিশেষ সময়টা পার করার প্রস্তুতি৷ আর সেই সময় শুয়ে-বসে কাটানোর বিলাসিতা করাও তাঁর পক্ষে সম্ভব নয়৷ তাহলে উপায়?
‘ডোনেট এ প্যাড ফর হাইজিন বাংলাদেশ’ ফেসবুক ক্যাম্পেইনের তরফ থেকে এক সহজ উপায় বাতলে দেয়া হয়েছে৷ মাস শেষে নারী গৃহকর্মীকে বেতনের সঙ্গে এক প্যাকেট স্যানিটারি প্যাডও দিয়ে দিন৷ এতে তিনি যেমন আশ্বস্ত থাকবেন, তেমনি আপনিও থাকবেন নিশ্চিন্ত৷
এআই/এসিবি