1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে নির্বাচনি নিরাপত্তা

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১৬ মার্চ ২০১৪

ভারতে ২০১৪ সালের সাধারণ নির্বাচনকালে অভ্যন্তরীণ ও সীমান্তপার থেকে হামলার আশঙ্কা করছে সরকার৷ জঙ্গিদের উদ্দেশ্য নির্বাচন প্রক্রিয়া পণ্ড করা৷ তাই নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ কৌশলনীতি রচনার জন্য বৈঠক করেছে সরকার৷

https://p.dw.com/p/1BQDz
ছবি: Reuters/UNI

সংসদীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গে শক্তি প্রদর্শনের জানান দিল মধ্য ভারতের ছত্রিশগড় রাজ্যের মাওবাদী জঙ্গিরা৷ গত বুধবার জগদ্দলুর-সুকমা জাতীয় সড়কের উপর যৌথ নিরাপত্তা বাহিনীর উপর জবরদস্ত হামলা চালায় মাওবাদীরা৷ নিহত হয় ১৫ জন নিরাপত্তা কর্মীসহ ১৬ জন৷ গণতন্ত্র-বিরোধী মাওবাদীরা একেবারে নিশ্চিহ্ন না হলেও, যথেষ্ট কাবু হয়ে পড়েছে – এমন একটা আত্মসন্তুষ্টির ভাব এসেছিল সরকারের মনে৷ এই হামলা তা মিথ্যা প্রমাণ করে দিল, যা স্বাভাবিকভাবেই ভোটদাতাদের মনে বেশ ভীতির সঞ্চার করেছে৷

মাওবাদীদের মোকাবিলায় সরকার বারংবার ব্যর্থ হচ্ছে: কিন্তু কেন হচ্ছে, কোথায় গলদ এবং কীভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায় তা নিয়ে সরকারের কপালে উদ্বেগের ভাঁজ৷ গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে কেন্দ্র এবং রাজ্য সরকার দফায় দফায় বৈঠক করে৷ স্থির হয়, মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে ভোটের আগে ও ভোট চলাকালীন নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়াতে হবে৷ বাড়াতে হবে গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয়৷ এছাড়া মজবুত করতে হবে নিরাপত্তা পরিকাঠামো৷ যথেষ্ট সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েনের সুবিধার জন্য নির্বাচন পর্ব ৯-দফায় সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন৷ মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলির মধ্যে আছে ছত্তিশগড়, ঝাড়খন্ড, ওড়িষা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ

Maoisten in Indien
মাওবাদীদের হামলা নিয়ে আশঙ্কা থাকছেইছবি: picture-alliance/dpa

অন্যদিকে ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যে সীমান্তপারের জঙ্গি হামলা রুখতে নিরাপত্তা বাহিনীকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার আদেশ দেয়া হয়েছে৷ রাজ্য পুলিশের ঊর্ধতন কর্তাব্যক্তি সংবাদমাধ্যমকে জানান যে, তাঁদের কাছে খবর আছে পুঞ্চ এলাকায় বেশ কিছু জঙ্গি আত্মগোপনে রয়েছে এবং সময়মত হামলা চালাবার জন্য তৈরি আছে৷ তাই তার আগেই জঙ্গিদের ডেরায় হানা দেবার জন্য নিরাপত্তা বাহিনীকে তৈরি থাকতে বলা হয়েছে৷ ভোটের সময় আতঙ্কের আবহ তৈরি করতে পাকিস্তানি তালেবানের হামলার আশঙ্কা রয়েছে, যাতে ভোটাররা ভোট দিতে না পারে, ঘরবন্দি হয়ে থাকে৷ তাহলে বিশ্বকে বিচ্ছিন্নতাবাদীরা বলতে পারবে যে, কাশ্মীরের মানুষ ভোট বয়কট করেছে৷

আশঙ্কা রয়েছে নির্বাচনকালে ভারতের উত্তর-পূর্ব সীমান্তপথে এবং দক্ষিণে শ্রীলঙ্কা থেকে উৎখাত হয়ে আসা তামিল উগ্রপন্থিদের নিয়ে৷ তাদের ভারতে অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তায় সংকট তৈরি করতে পারে বলে মনে করছে দিল্লি৷ এর সঙ্গে যুক্ত হয়েছে মিয়ানমারের রোহিঙ্গা জনজাতির মুসলিম সম্প্রদায়৷ এরা উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে নাশকতা চালানোর চেষ্টা করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে৷ আসলে বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকতে না পেরে এদের অনেকেই ঘুরপথে মিজোরাম, অরুণাচল প্রদেশ দিয়ে ভারতে ঢুকছে৷ বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দাদের সঙ্গে এদের আচার-আচরণ ও ব্যবহারিক মিল থাকায় ভারতের সীমান্ত নিরাপত্তা রক্ষীরা বেশিরভাগ ক্ষেত্রেই এদের বাংলাদেশি বলে মনে করে৷ গত বছর বিহারের বুদ্ধগয়ায় বিস্ফোরণে রোহিঙ্গাদের হাত থাকার অভিযোগ উঠেছে৷

Myanmar Birma Gewalt an der Grenze
মিয়ানমারের রোহিঙ্গাদের নিয়ে দুশ্চিন্তা রয়েছেছবি: Getty Images

কেন্দ্রীয় গোয়েন্দা কর্তৃপক্ষের আশঙ্কা, সন্ত্রাসবাদীরা এদের ভারতে আশ্রয় দেবার নাম করে এনে নাশকতার কাজে লাগাতে চায়, যা অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপদের কারণ বৈকি৷ বেশ কিছু রোহিঙ্গা পরিবার রয়েছে দিল্লিতে৷ বাংলাদেশ সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে সেখান থেকে দিল্লিতে এসেছে তারা৷ এছাড়া ভারত-বিরোধী কিছু জঙ্গি শিবির রয়েছে বাংলাদেশের মাটিতেও৷ হাসিনা সরকার তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ায় তারা আবারো ভারতে ঢোকার চেষ্টা করতে পারে বলে মনে করছে দিল্লি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য