‘পাকিস্তানকে বাংলাদেশ বানিয়ে দাও'
৪ সেপ্টেম্বর ২০১৮ডিফেন্স রিসার্চ ফোরাম নামের এক ফেসবুক পেজে রোববার আপলোড করা হয়েছে এক মিনিট ১৪ সেকেন্ডের এই ভিডিও৷
ভিডিওতে দেখা যায়, এক বক্তা বাংলাদেশের উন্নতির সাথে পাকিস্তানের তুলনা করছেন৷ তাঁকে বলাতে শোনা যায়, ‘‘পিটিআই যদি সবকিছু ঠিকঠাক করতে পারে, তাহলে বাংলাদেশের পর্যায়ে যেতেই আরো ১০ বছর লাগবে৷''
এ সময় তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের কথা উল্লেখ করে বলেন, ‘‘সেখানে ৩০০ বিলিয়ন ডলার আছে, অথচ আমাদের (পাকিস্তানের) স্টক এক্সচেঞ্জে আছে কেবল ১০০ বিলিয়ন ডলার৷''
রপ্তানি খাত বিষয়ে তিনি বলেন, ‘‘বাংলাদেশ ৪০ বিলিয়ন ডলারের এক্সপোর্ট করে৷ আমরা করি ২২ বিলিয়ন ডলারের৷''
সম্প্রতি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর ইমরান খান পাকিস্তানকে সুইডেন বানানোর প্রতিশ্রুতি দেন৷ সে বিষয়েও কটাক্ষ করেন টক শো'র বক্তা৷ তিনি বলেন, ‘‘খোদার দোহাই, আমাদের বাংলাদেশ বানিয়ে দাও৷ আমরা ইমরান খানের ভক্ত হয়ে যাবো৷ পাঁচ না, দশ বছরে আমাদের বাংলাদেশ বানিয়ে দাও৷''
এডিকে/এসিবি