1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে আবার পুলিশ হত্যা

১৮ জুলাই ২০১৬

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের রাজধানী ব্যাটন রুজে এক বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন৷ আহত হয়েছেন তিনজন৷ এ পরিস্থিতিতে ‘রাজনৈতিক ফায়দার জন্য' কেউ যাতে তৎপর না হয়- এমন আহ্বানই জানিয়েছেন বারাক ওবামা৷

https://p.dw.com/p/1JQpR
Baton Rouge USA schwer bewaffneter Polizist auf der Straße
ছবি: Reuters/J.Penney

মার্কিন সরকারের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, গেভিন লং নামের ২৯ বছর বয়সি সাবেক এক মার্কিন মেরিন সেনা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন৷ পরে পুলিশের গুলিতে তিনিও নিহত হন৷ আফ্রো-অ্যামেরিকান লং ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত মেরিন সেনা হিসাবে দায়িত্ব পালন করেছেন৷ এর মধ্যে প্রায় সাত মাস তিনি ইরাকে নিযুক্ত ছিলেন৷ ভালো কাজের স্বীকৃতি হিসাবে বেশ কয়েকবার পদকও পেয়েছিলেন লং৷

লুইজিয়ানা রাজ্যের ব্যাটন রুজ শহরের পুলিশ কর্মীদের সঙ্গে সেখানকার আফ্রিকান-অ্যামেরিকান সম্প্রদায়ের লোকজনের সম্পর্ক বেশ কয়েক বছর ধরেই উত্তপ্ত৷ চলতি মাসের ৫ তারিখে পুলিশের গুলিতে ৩৭ বছর বয়সি কৃষ্ণাঙ্গ অ্যাল্টন স্টার্লিং এবং তার পরের দিন মিনেসোটায় আরও এক কৃষ্ণাঙ্গ যুবক প্রাণ হারানোর পর কৃষ্ণাঙ্গদের প্রতিবাদ গতি পায়৷ এরই এক পর্যায়ে ৭ তারিখে ডালাসে বিক্ষোভ চলার সময় বন্দুকধারীর গুলিতে পাঁচ পুলিশ সদস্য নিহত হন৷

রবিবারের হামলায় নিহত তিন পুলিশ সদস্যের একজন ৩২ বছর বয়সি মন্ট্রেল জ্যাকসন৷ সম্প্রতি তিনি সন্তানের জনক হয়েছেন৷ বাকি দুজের একজন ৪১ বছরের ম্যাথু জেরাল্ড ও অন্যজন চার সন্তানের জনক, ৪৫ বছর বয়সি ব্র্যাড গারাফোলা৷

‘রাজনীতি' না করার আহ্বান

রবিবারের ঘটনার পর এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘‘জাতি হিসাবে এখন আমাদের একটি বিষয়ে একমত হতে হবে৷ সেটি হচ্ছে, কোনো যুক্তিই নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যাকাণ্ডকে সমর্থন করতে পারেনা৷''

‘‘রাজনৈতিক ফায়দা লাভের জন্য এই সময়ে অযথা অভিযোগ করা থেকে আমাদের বিরত থাকতে হবে,'' বলেন মার্কিন প্রেসিডেন্ট৷ দেশকে বিভক্তির দিকে নিয়ে যায় এমন কথা না বলে বরং দেশের সবাইকে একসঙ্গে নিয়ে আসে, এমন কথা বলতে সবার প্রতি আহ্বান জানান তিনি৷

তবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই একটি বিভক্ত রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প৷ তিনি বারাক ওবামারও সমালোচনা করেছেন৷

এদিকে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন বলেছেন, ‘‘পুলিশ সদস্যের উপর হামলার অর্থ, ‘আমাদের সকলের উপর হামলা৷''

জেডএইচ/এসিবি (রয়টার্স, এপি, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য