যুক্তরাষ্ট্রে আবার পুলিশ হত্যা
১৮ জুলাই ২০১৬মার্কিন সরকারের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, গেভিন লং নামের ২৯ বছর বয়সি সাবেক এক মার্কিন মেরিন সেনা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন৷ পরে পুলিশের গুলিতে তিনিও নিহত হন৷ আফ্রো-অ্যামেরিকান লং ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত মেরিন সেনা হিসাবে দায়িত্ব পালন করেছেন৷ এর মধ্যে প্রায় সাত মাস তিনি ইরাকে নিযুক্ত ছিলেন৷ ভালো কাজের স্বীকৃতি হিসাবে বেশ কয়েকবার পদকও পেয়েছিলেন লং৷
লুইজিয়ানা রাজ্যের ব্যাটন রুজ শহরের পুলিশ কর্মীদের সঙ্গে সেখানকার আফ্রিকান-অ্যামেরিকান সম্প্রদায়ের লোকজনের সম্পর্ক বেশ কয়েক বছর ধরেই উত্তপ্ত৷ চলতি মাসের ৫ তারিখে পুলিশের গুলিতে ৩৭ বছর বয়সি কৃষ্ণাঙ্গ অ্যাল্টন স্টার্লিং এবং তার পরের দিন মিনেসোটায় আরও এক কৃষ্ণাঙ্গ যুবক প্রাণ হারানোর পর কৃষ্ণাঙ্গদের প্রতিবাদ গতি পায়৷ এরই এক পর্যায়ে ৭ তারিখে ডালাসে বিক্ষোভ চলার সময় বন্দুকধারীর গুলিতে পাঁচ পুলিশ সদস্য নিহত হন৷
রবিবারের হামলায় নিহত তিন পুলিশ সদস্যের একজন ৩২ বছর বয়সি মন্ট্রেল জ্যাকসন৷ সম্প্রতি তিনি সন্তানের জনক হয়েছেন৷ বাকি দুজের একজন ৪১ বছরের ম্যাথু জেরাল্ড ও অন্যজন চার সন্তানের জনক, ৪৫ বছর বয়সি ব্র্যাড গারাফোলা৷
‘রাজনীতি' না করার আহ্বান
রবিবারের ঘটনার পর এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘‘জাতি হিসাবে এখন আমাদের একটি বিষয়ে একমত হতে হবে৷ সেটি হচ্ছে, কোনো যুক্তিই নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যাকাণ্ডকে সমর্থন করতে পারেনা৷''
‘‘রাজনৈতিক ফায়দা লাভের জন্য এই সময়ে অযথা অভিযোগ করা থেকে আমাদের বিরত থাকতে হবে,'' বলেন মার্কিন প্রেসিডেন্ট৷ দেশকে বিভক্তির দিকে নিয়ে যায় এমন কথা না বলে বরং দেশের সবাইকে একসঙ্গে নিয়ে আসে, এমন কথা বলতে সবার প্রতি আহ্বান জানান তিনি৷
তবে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই একটি বিভক্ত রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প৷ তিনি বারাক ওবামারও সমালোচনা করেছেন৷
এদিকে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন বলেছেন, ‘‘পুলিশ সদস্যের উপর হামলার অর্থ, ‘আমাদের সকলের উপর হামলা৷''
জেডএইচ/এসিবি (রয়টার্স, এপি, ডিপিএ, এএফপি)