ঐক্যের ডাক দিলেন ওবামা
১৩ জুলাই ২০১৬গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ডালাসে বন্দুকধারীর গুলিতে পাঁচজন পুলিশ কর্মকর্তা নিহত হন৷ পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ চলার সময় পুলিশ হত্যার এ ঘটনা ঘটে৷ ঘটনার পর পুলিশ বাহিনীতে বর্ণবাদী বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট ওবামা৷
তবে মঙ্গলবার ডালাসের মর্টন এইচ মেয়ারসন সিম্ফনি সেন্টারে নিহত সেই পাঁচ পুলিশ কর্মকর্তার প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর অনুষ্ঠানে ওবামা বলেছেন, ‘‘আমার নিজের জীবনেই আমি ভিন্ন বর্ণের মানুষের মধ্যকার সম্পর্কে নাটকীয় উন্নতি দেখেছি৷''
স্মরণসভায় যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট আরো বলেন, ‘‘আমি জানি, গত সপ্তাহে যা ঘটেছে তার কারণে যুক্তরাষ্ট্র এখন ভুগছে, তবু আমি বলতে এসেছি, নৈরাশ্যকে আমাদের প্রত্যাখ্যান করতেই হবে, আমি জোর দিয়ে বলতে এসেছি যে, যতটা মনে হচ্ছে আসলে ততটা বিভাজিত আমরা নই৷''
বেশির ভাগ পুলিশই যুক্তরাষ্ট্রে শান্তি এবং ঐক্য ধরে রাখার জন্য কাজ করছেন – এমন মত প্রকাশ করে পুলিশ বাহিনীর উদ্দেশ্যে ওবামা বলেন, ‘‘আপনাদের সাহসিকতার জন্যই আজ আমরা কম মানুষের জন্য শোক জানাতে পারছি৷''
শোকসভায় রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তা এবং নিহত পাঁচ পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্যরা অংশ নেন৷ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশও ছিলেন সেখানে৷ বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করে তিনি বলেন, ‘‘মাঝে মাঝে মনে হয়, আমাদের বন্ধনটা যারা দৃঢ় করতে চায়, তাদের চেয়ে হয়ত যারা আমাদের বিচ্ছিন্ন করতে চায়, তাদের শক্তি হয়তো বেশি৷ তর্কবিতর্ক কত সহজে আজকাল শত্রুতায় রূপ নেয়৷ আমরা শোকের ঐক্য চাই না, চাই না ভয়ের ঐক্য, আমরা চাই আশা, স্নেহ এবং উচ্চাশার ঐক্য৷''
এসিবি/ডিজি (এপি, রয়টার্স)