1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পৃথিবীর মতো সাতটি নতুন গ্রহ

২৩ ফেব্রুয়ারি ২০১৭

পৃথিবীর আয়তনের সাতটি গ্রহ যে ‘সূর্য’-কে প্রদক্ষিণ করছে, তার আয়তন কিন্তু  সূর্যের দশ ভাগের এক ভাগ৷ এই গ্রহগুলির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই যে, সেখানে পানি থাকতে পারে৷

https://p.dw.com/p/2Y7nP
নতুন সাতটি গ্রহ
ছবি: NASA/JPL-Caltech

জ্যোতির্বিজ্ঞানীরা এর আগেও আমাদের সৌরজগতের বাইরে পৃথিবীর মতো গ্রহ খুঁজে পেয়েছেন - কিন্তু এক কোপে সাতটি! তাও আবার একটি তারার চারপাশে! চমকটা উপলব্ধি করা যায়৷

আবিষ্কার করেছেন বেলজিয়ামের লিজ বিশ্ববিদ্যালয়ের মিশায়েল জিলঁ ও তাঁর সতীর্থরা৷ তাঁদের সমীক্ষা গত বুধবার ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত হয়েছে৷ সদ্য আবিষ্কৃত সব ক’টি গ্রহেই ‘‘উপরিভাগে তরল পানি, এমনকি জীবনের রেশ থাকতে পারে,’’ প্রবন্ধতে লিখেছেন জিলঁ৷

নতুন আবিষ্কৃত গ্রহগুলি যে বামন তারাটির চারপাশে ঘুরছে, তার বৈজ্ঞানিক নাম হলো ‘ট্র্যাপিস্ট-১’, আয়তনে বৃহস্পতি গ্রহের চেয়ে বেশি নয়৷ পৃথিবী থেকে ৩৯ আলোকবর্ষ দূরত্বে রয়েছে এই বামন তারকা৷

গ্রহ সাতটিকে আপাতত শুধু ১বি, ১সি ইত্যাদি করে ১এইচ অবধি ডাকা হচ্ছে৷ তারা সকলেই ‘ট্র্যাপিস্ট-১’-এর বেশ কাছে, সূর্য থেকে পৃথিবীর যা দূরত্ব, তার চেয়ে অনেক বেশি কাছে৷

Sieben erdähnliche Planeten um Trappist-1
ছবি: NASA/JPL-Caltech

এটা সম্ভব, কেননা, ‘ট্র্যাপিস্ট-১’ সূর্যের চেয়ে অনেক ছোট ও অনেক বেশি ঠান্ডা, যার ফলে তথাকথিত নাতিশীতোষ্ণ, বসবাসের উপযোগী এলাকাটি তারকার অনেক কাছে এসে পড়েছে - যেখানে পানি উবে যাবে না অথবা জমে যাবে না, অর্থাৎ তরলই থাকবে - অর্থাৎ শূন্য থেকে ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে থাকে এই ‘হ্যাবিটেবল জোন’৷

তারার আলো

‘ট্র্যাপিস্ট-১’-এর আলোও খুব উজ্জ্বল নয়৷ সমীক্ষাটির যৌথ রচয়িতা আমরি ত্রিয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী৷ তিনি বলেছেন যে, ‘ট্র্যাপিস্ট-১’-এর আলো সূর্যালোকের ২০০ ভাগের এক ভাগের মতো হবে, অর্থাৎ সূর্যাস্তের শেষে যেরকম আলো হয়৷ কিন্তু ‘ট্র্যাপিস্ট-১’-এর আলো অন্তত আমাদের চাঁদের আলোর চেয়ে বেশি জোরালো, কাজেই এই গ্রহগুলি খুব বেশি ঠাণ্ডা হবে না - বলেছেন ত্রিয়৷

‘ট্র্যাপিস্ট-১’-এর আলোকরশ্মির অধিকাংশই অবলোহিত বর্ণালীতে, যা আমরা দেখতে পাই না৷ আকাশটা নাকি হালকা সুড়কি রঙের হতে পারে, বলে ত্রিয়-র ধারণা৷

সেখানে কি জীবন আছে?

‘ট্র্যাপিস্ট-১’-এর গ্রহগুলিতে যদি সমুদ্র থাকে আর সেখানে জীবনের সূচনা ঘটে (থাকে), তাহলে কোনো বিপদ নেই৷ কিন্তু সাগর ছাড়া অন্য কোথাও জীবনের সূচনা ঘটলে তার ‘বাঁচা-মরা’ নির্ভর করবে ‘ট্র্যাপিস্ট-১’ থেকে গ্রহটির দিকে কি পরিমাণ রশ্মি বিকিরণ ঘটছে, তার উপর৷

Infografik Trappist-1 englisch

এর পরের কাজ হবে, এই গ্রহগুলির বায়ুমণ্ডল বা আবহমণ্ডল পরীক্ষা করে দেখা৷ গবেষকরা এ কাজের জন্য জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করবেন - টেলিস্কোপটিকে ২০১৮ সালে মহাকাশে পাঠানো হবে এবং তা সদ্য আবিষ্কৃত গ্রহগুলিতে মিথেন, অক্সিজেন ও ওজোন, এই তিনটি গ্যাস আছে কিনা, তা পরীক্ষা করে দেখবে৷ ঐ তিনটি গ্যাস একসঙ্গে থাকার অর্থ: সেখানে জীবনের সন্ধান পাওয়ার সম্ভাবনা খুব বেশি৷

গ্রহ অনেক, কিন্তু বাসযোগ্য গ্রহ?

আমাদের সৌরজগতের বাইরে প্রথম গ্রহটি আবিষ্কৃত হয় ১৯৯২ সালে৷ দূরের গ্রহগুলি যখন তাদের তারকার সামনে দিয়ে যায়, তখনই সেই গ্রহগুলি ধরা পড়ে৷ এভাবে বিগত দশ বছরে সৌরজগতের বাইরে হাজার হাজার গ্রহ আবিষ্কৃত হয়েছে৷ এমনকি এখন ধরে নেওয়া হচ্ছে যে, অধিকাংশ তারারই গ্রহ আছে ও সেইসব তারকামণ্ডলের ‘হ্যাবিটেবল জোনে’ প্রায়শই পৃথিবীর মতো গ্রহ থাকে৷ গোটা ব্রহ্মাণ্ডে নাকি ১০০ কোটির মতো পৃথিবী-সদৃশ গ্রহ আছে, যেখানে তরল পানি থাকা সম্ভব...

নাকি পৃথিবী থাকা সম্ভব?

ব্রিগিটে অস্টেরাথ/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য