পেগাসাস: ফোন বদল করলেন মাক্রোঁ
২৩ জুলাই ২০২১একদিন আগেই পেগাসাসের নির্মাতা ইসরায়েলের সংস্থা এনএসও জোরের সঙ্গে জানিয়েছিল, মাক্রোঁর ফোনে আড়িপাতা হয়নি। কিন্তু একটি ফরাসি সংবাদপত্র জানিয়েছিল, আড়িপাতার তালিকায় মাক্রোর নাম আছে। এরপরই মাক্রোঁ তার ফোন বদল করে নিয়েছেন। এক ফরাসি কর্মকর্তা সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন, ''প্রেসিডেন্টের অনেকগুলি নম্বর আছে। তার মানে এই নয় যে, তার ফোনে আড়িপাতা হচ্ছিল। বলতে পারেন, অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।''
বৃহস্পতিবার মাক্রোঁ সাইবার-সুরক্ষা নিয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন। সরকার এখন সাইবার-সুরক্ষাকে আরো মজবুত করতে চাইছে।
গত মঙ্গলবার ফরাসি সংবাদপত্রের রিপোর্টে বলা হয়েছিল, পেগাসাস দিয়ে যে সব মোবাইলকে টার্গেট করা হয়েছিল, তার মধ্যে মাক্রোঁ ও উচ্চপদস্থ অফিসারের ফোনও আছে।
ফোন নম্বরের এই তালিকা আসলে ১৭টি সংবাদমাধ্যমের কনসর্টিয়ামকে দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ফরবিডন স্টোরিস। মরক্কো এই অভিযোগ অস্বীকার করে দুই সংগঠনের বিরুদ্ধে মামলা করেছে।
ভারতে তালিকায় আরো নাম
ভারতে পেগাসাস দিয়ে আড়িপাতার তালিকায় আরো কিছু নাম সামনে এল। এর আগে রাহুল গান্ধী, প্রশান্ত কিশোর, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজনের নাম সামনে এসেছে। দ্য ওয়্যার জানিয়েছে, শিল্পপতি অনিল আম্বানি, বোয়িং-এর কর্তা প্রত্যুষ কুমার, রাফালের নির্মাতা কোম্পানির প্রতিনিধি বেঙ্কট রাও পাসিনার নামও তালিকায় রয়েছে। সেসময়ের সিবিআই প্রধান অলোক বর্মার ফোন নম্বরও তালিকায় আছে। দালাই লামার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির ফোনেও আড়িপাতার অভিযোগ আছে। এদের ফোনে পেগাসাস ব্যবহার করা হয়েছিল কিনা তা অবশ্য ফোনের ফরেনসিক পরীক্ষা ছাড়া বোঝা সম্ভব নয়। কিন্তু অ্যামনেস্টি ও ফরবিডন স্টোরিসের দেয়া তালিকায় এই ফোন নম্বরগুলি আছে।
জিএইচ/এসজি (এএফপি, এপি, রয়টার্স, এনডিটিভি)