ফিফা'র বর্ষসেরা খেলোয়াড় হলেন রোনাল্ডো
২৪ অক্টোবর ২০১৭সোমবার রাতে লন্ডনে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হাতে সেরা ফুটবলারের পুরস্কার তুলে দেয়া হয়৷ এই নিয়ে টানা দু'বার মেসিকে পিছনে ফেলে সেরা হলেন তিনি৷ গত এক দশক ধরে ঘুরিয়ে ফিরিয়ে এই দু'জনই সেরা খেলোয়াড়ের খেতাব জয় করছেন৷
গত ১২ মাসে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসাধারণ নৈপুণ্যের কারণে রোনাল্ডোর এই জয় মোটামুটি নিশ্চিত ছিল৷ আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি মারাদোনা আর ব্রাজিলের রোনাল্ডোর কাছ থেকে পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, ‘‘আপনাদের অসংখ্য ধন্যবাদ৷ অসাধারণ খেলোয়াড়দের পাশে থাকা বিশাল ব্যাপার৷ আমি অত্যন্ত খুশি৷''
লন্ডনে রোনাল্ডাকে যখন পুরস্কৃত করা হয়, তখন মঞ্চের কাছেই বসে ছিলেন মেসি এবং নেইমার৷ ২০১৬-১৭ মৌসুমে ৩৭টি গোল করার পরও সেরা ফুটবলার হতে পারলেন না মেসি৷ এ থেকে এটা পরিষ্কার যে,মেসি এবং রোনাল্ডোপ্রতিযোগিতাকে এমন উঁচু স্তরে নিয়ে গেছেন, যেখানে আর কারো পক্ষে পৌঁছানো সহজ হবে না৷
এদিকে, রেয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানকে সেরা কোচ হিসেবে পুরস্কৃত করা হয়েছে৷ তাঁর নেতৃত্বে পরপর দু'বার চ্যাম্পিয়ান ট্রফি জিতেছে রেয়াল, যা এক রেকর্ড৷ এছাড়া, সেরা নারী ফুটবলার হয়েছেন নেদারল্যান্ডসের লিয়েকে মার্টেন্স৷ পুরস্কার জয়ের পর তিনি বলেন, ‘‘পরিবারের সহায়তা ছাড়া আমার পক্ষে এমন কিছু অর্জন করা সম্ভব হতো না৷ বাবা এবং মা, এটা তোমাদের জন্য৷''
এআই/এসিবি (এপি, এএফপি)