রেনাল্ডোই নায়ক
২২ জুন ২০১২বৃহস্পতিবার রাতে ইউরো'র কোয়ার্টার ফাইনালের প্রথম খেলার অনেকটা সময় পর্যন্ত রোনাল্ডোকে এক প্রকার আটকেই রেখেছিলেন চেকের পাঁচ খেলোয়াড়৷ তবে এর মধ্যেও রোনাল্ডো ঝলক দেখিয়ে কিছু একটা করতে চেয়েছেন৷ প্রথমার্ধে তাঁর একটি শট বারে লেগে ফিরে আসে৷
তবে রোনাল্ডো চূড়ান্ত সফলতা পান খেলার ৭৯ মিনিটের মাথায়৷ সামনে থাকা চেক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে চমৎকার হেডে গোল করে বসেন তিনি৷ সঙ্গে সঙ্গে থেমে যায় স্টেডিয়ামে থাকা চেক সমর্থকদের উল্লাসধ্বনি৷
অবশ্য চেক গণমাধ্যম এরপরও তাদের খেলোয়াড়দের প্রশংসা করেছে৷ ইউরোতে সুন্দর খেলা উপহার দেয়ার জন্য খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছে প্রখ্যাত চেক দৈনিক ডিএনইএস৷ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারাই ইউরোতে চেকের বড় সাফল্য মনে করছে দৈনিকটি৷ কেননা হল্যান্ড, ক্রোয়েশিয়া, সুইডেন আর আয়োজক পোল্যান্ড ও ইউক্রেনের মতো দল সেখানে যেতে পারেনি৷
কোয়ার্টার ফাইনাল শেষে পর্তুগাল কোচের চোখ এখন সেমিফাইনালের দিকে৷ সেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স অথবা স্পেন৷ শনিবার তাদের মধ্যে খেলা হবে৷ তবে পর্তুগিজ কোচ পাওলো বেন্টো প্রতিপক্ষ নিয়ে চিন্তিত নন৷ তিনি বলছেন, ইউরোর মতো প্রতিযোগিতার সেমিফাইনালে যে দলই যাবে তারা শক্তিশালী প্রতিপক্ষই হবে৷
এদিকে আজ শুক্রবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে জার্মানি আর গ্রিস৷ ইউরো সংকটের কারণে গ্রিকদের অনেকেই এখন জার্মানিবিরোধী হয়ে উঠেছেন৷ সেটার একটা আঁচ পাওয়া যাচ্ছে গ্রিক গণমাধ্যমের প্রতিবেদনেও৷ যেমন ‘স্পোর্টস ডে' পত্রিকার শিরোনাম বলছে ‘জার্মানিকে ইউরো থেকে বের করে দাও'৷
জেডএইচ / এআই (এএফপি)