ফিলিপাইন্সে বিদেশি জঙ্গি
২৬ মে ২০১৭সাংবাদিকদের তিনি বলেন, ‘‘মিন্দানাওতে যা ঘটছে তার সঙ্গে শুধু ফিলিপাইন্সের নাগরিকরা জড়িত নন৷ মালয়েশীয়, ইন্দোনেশীয়, সিঙ্গাপুরীয় সহ অন্যান্য বিদেশি জঙ্গিরা মারাউয়িতে লড়ছেন৷’’
ফিলিপাইন্সের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেসটিটুটো প্যাডিলা জানিয়েছেন, মারাউয়িতে সংঘাতে ছয়জন বিদেশি জঙ্গি নিহত হয়েছেন৷ এদের মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশের নাগরিক রয়েছেন৷
প্রধান আইনজীবী জোসে কালিদা বলছেন, তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-এর নির্দেশে মিন্দানাওতে ‘আইএস রাজ্য’ গড়ার লক্ষ্যে বিদেশি জঙ্গিরা এসেছেন৷ আইএস এই বিদেশি জঙ্গিদের বলেছে, তাঁরা যদি ইরাক ও সিরিয়াতে যেতে না পারে, তাহলে যেন মিন্দানাওতে যায়৷
এদিকে মারউয়িতে গত চারদিন ধরে নিরাপত্তা বাহিনীর সদস্য ও জঙ্গিদের মধ্যে চলা সংঘাতে ৪৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ এর মধ্যে ১১ জন সেনা, দুইজন পুলিশ সদস্য ও ৩১ জন জঙ্গি৷
ফিলিপাইন্সের অন্যতম শীর্ষ জঙ্গি গোষ্ঠী আবু সায়াফের অন্যতম নেতা ইসনিলন হাপিলনকে ধরতে পুলিশ মঙ্গলবার মারাউয়ি শহরে অভিযান চালিয়েছিল৷ এর প্রতিক্রিয়ায় জঙ্গিরা ঐ শহরে তান্ডব চালিয়ে একটি বড় অংশ দখল করে নেয়৷ জঙ্গিদের দখলে নেয়া একটি হাসপাতালে দুই জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন৷ এছাড়া জঙ্গিদের স্থাপন করা চেকপয়েন্টে আরও নয় ব্যক্তিকে হত্যার খবরের সত্যতা যাচাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷
উদ্ভুত পরিস্থিতিতে মঙ্গলবার বিকালে মিন্দানাওয়ে সামরিক আইন জারি করেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে৷ এরপর থেকেই সেখানে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘাত চলছে৷
আবু সায়াফের অন্যতম নেতা ইসনিলন হাপিলন এখনও মারাউয়িতে আছেন বলে এপি-কে জানিয়েছেন জেনারেল এদুয়ার্দো আনো৷ হাপিলনকে ফিলিপাইন্সে আইএস-এর প্রধান করা হয়েছে৷ বিশ্বের অন্যতম বিপজ্জনক সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে তাকে ধরার জন্য যুক্তরাষ্ট্র অর্ধকোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছে৷
আবু সায়াফ ছাড়াও ফিলিপাইন্সের আরেক জঙ্গি গোষ্ঠী মাউতে আইএস-এর প্রতি আনুগত্য প্রদর্শন করেছে৷ বিদেশিদের জিম্মি করে অর্থ আদায়ের জন্য পরিচিত আবু সায়াফ৷ তাছাড়া দেশটিতে চালানো কয়েকটি বড় হামলার জন্যও তাদের দায়ী করা হয়৷ ২০০৪ সালে একটি ফেরিতে হামলা চালিয়ে একশ' জনের বেশি মানুষকে হত্যা করে আবু সায়াফ৷
জেডএইচ/ডিজি (এএফপি, এপি)