দৃষ্টিপ্রতিবন্ধীদের ‘গ্রেটেস্ট শো'
১৮ জুন ২০১৪মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ‘ইগনাসিও ট্রিগুয়েরোস সকার লিগ ফর দ্য ব্লাইন্ড অ্যান্ড ভিজ্যুয়ালি ইমপেয়ারড' আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল ফুটবল চ্যাম্পিয়নশিপ৷ রোববার দূর-দূরান্ত থেকে ক্রীড়ামোদীরা চলে এসেছিলেন মেক্সিকো সিটিতে জনপ্রিয় এই বিশেষ খেলা দেখতে৷
প্রতিবন্ধীদের এই খেলায় প্রতি দলে ছয়জন করে খেলোয়াড় থাকেন৷ এঁদের মধ্যে একজন খেলোয়াড় থাকেন, যিনি দৃষ্টিপ্রতিবন্ধী নন, অর্থাৎ দেখতে পান৷ অন্য খেলোয়াড়রা চোখে পট্টি বেঁধে খেলেন৷ কিন্তু নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন দেখা দিচ্ছে – না দেখে কীভাবে খেলেন তাঁরা? তাঁদের সুবিধার জন্য বিশেষ ধরনের একটি বল ব্যবহার করা হয়৷ বলটিতে আঘাত করলে এক ধরনের শব্দ হয়৷ সেই শব্দ শুনেই খেলোয়াড়রা বুঝতে পারেন বল কোথায় আছে৷ ধাক্কাধাক্কি ও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও খেলোয়াড়রা ভালোভাবেই পাস করেন, গোল করেন এবং প্রতিরক্ষা করেন৷
এই বিশেষ ধরনের বলটি নিজ কারখানায় তৈরি করেন ৫১ বছর বয়সি কানেলা, যিনি মাত্র ২৩ বছর বয়সে নিজ কর্মক্ষেত্রে দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়েছেন৷ ৪৪ বছর বয়সি খেলোয়াড় হোসে লুইস মলিনা বলেন, ‘‘দৃষ্টিশক্তি হারানোর পর ঘ্রাণ এবং শ্রবণ শক্তি অনেক বেড়ে যায়৷ এই দুটো থেকেই পরিবেশ সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, যা খেলতে সাহায্য করে৷'' তিনি ১৩ বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়েছেন৷
লিগের প্রেসিডেন্ট হাভিয়ার মোসকেদা লোমেলি বলেছেন, ‘‘আমাদের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ৷ কারণ দৃষ্টিপ্রতিবন্ধীদের বিনোদনের জায়গা খুব কম৷ আর পরিবার নিয়ে এমন বিনোদনের সুযোগ আর পাওয়া যায় না৷''
লিওনেস নেগরোস দলের ৫৩ বছর বয়সি ফুটবলার মার্কো কামারিলো বললেন, ‘‘রবিবারের ফাইনালে তাঁর স্ত্রী খেলা দেখতে এসেছিলেন৷ স্ত্রীর ভয় ছিল আমি আঘাত পেতে পারি৷ কিন্তু এই আশঙ্কার চেয়েও আমার খেলার প্রতি তাঁর মমতা ছিল বেশি৷''
ঐ ম্যাচে কামারিলো একটি গোল করেন৷ ফাইনালে ইটালি ৬-৫ গেমে লিওনেস নেগরোসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়৷ কিন্তু ভালো খেলার জন্য ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড়দের আলিঙ্গনে সিক্ত হন কামারিলো৷
এপিবি/ডিজি (এপি, রয়টার্স)