ফুটবল
১৪ আগস্ট ২০১২ইউরো ২০১২ ফুটবল আসরের সেমিফাইনালে ইটালির কাছে পরাজয় বরণ করে জার্মানি৷ এরপর থেকে জার্মান দল নিয়ে নানারকম সমালোচনা শোনা যাচ্ছিল৷ সোমবার সেসব সমালোচনার কড়া জবাব দিলেন জার্মান কোচ৷ তিনি বলেন, ‘‘খেলা শুরুর আগে জাতীয় সংগীত গাওয়া ভালো, কিন্তু এটি দিয়ে একজন খেলোয়াড়ের যোগ্যতা প্রমাণ করা যায় না৷ এবং (কেউ যদি জাতীয় সংগীত না গায়) তাতে প্রমাণ হয় না যে সে সবকিছু উজাড় করে দিয়ে খেলতে প্রস্তুত নয়৷''
ইউরো কাপে হারার পর খেলোয়াড়দের উদ্দেশ্যে করা কিছু সমালোচনা শুনে হতাশ হয়েছেন জার্মান কোচ৷ তিনি বলেন, ‘‘আমি খেলা বিষয়ক সমালোচনা গ্রহণে রাজি আছি, তবে সেটা নম্রতার সঙ্গে হতে হবে৷ এবং আমি সেগুলো থেকে শিক্ষা নিতে চেষ্টা করি৷ কিন্তু কিছু সমালোচনা আমার কাছে উদ্দেশ্যমূলক মনে হয়নি৷''
এদিকে, জাতীয় দলের বর্ষীয়ান খেলোয়াড় মিরোস্লাভ ক্লোজে সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রদর্শন করেছেন জার্মান কোচ৷ ৩৪ বছর বয়সি এই তারকাকে ২০১৪ সালের বিশ্বকাপ পরিকল্পনায় রেখেছেন তিনি৷ ল্যোভ বলেন, ‘‘আমি তাঁর ক্ষেত্রে কোন বয়স সীমা খুঁজে পাচ্ছি না৷ মিরো যদি শারীরীকভাবে সুস্থ থাকে, তাহলে আমি তাকে নিয়ে পরবর্তী দুই বছরের পরিকল্পনা করবো৷ খেয়াল রাখতে হবে, সে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার৷''
এখন পর্যন্ত ১২১টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচে অংশ নিয়ে ৬৪টি গোল করেছেন ক্লোজে৷ ব্রাজিলে অনুষ্ঠিতব্য ২০১৪ সালের বিশ্বকাপকে নিজের চতুর্থ এবং চূড়ান্ত বিশ্বকাপ হিসেবে দেখতে চান তিনি৷ তিনি বলেন, ‘‘আমি যদি সুস্থ থাকি এবং ভালো খেলা প্রদর্শন অব্যাহত রাখতে পারি, তাহলে আমি ২০১৪ সালের বিশ্বকাপে অংশগ্রহণের পর ক্যারিয়ারের ইতি টানতে চাই৷''
এআই / জেডএইচ (রয়টার্স)