ফেসবুকের লাখ টাকা জরিমানা!
৬ মার্চ ২০১৬ফেসবুক ব্যবহারকারীরা সব সময়ই ফেসবুক বা ফেসবুক নেটওয়ার্কের অন্তর্ভুক্ত বিভিন্ন প্ল্যাটফর্মে ছবি, ভিডিও, অডিও কিংবা লেখা ‘পোস্ট' করে থাকেন৷ এখন যে কোন আইপি অ্যাড্রেস বা একটি কম্পিউটার থেকে পোস্ট করা সমস্ত ‘ইন্টারনেট প্রটোকল কন্টেন্ট' বা আইপি কন্টেন্ট-এর ওপরই বৈশ্বিক লাইসেন্স নিয়ে বসে আছে ফেসবুক৷ জার্মানির ভোক্তা সংস্থা ‘ভিজেডবিভি' বিষয়টিকে চ্যালেঞ্জ করে মামলা করেছিল৷ সেই মামলায় ফেসবুক হেরেছে৷ বার্লিনের আদালত মামলার রায়ে ফেসবুককে ঐ সব ক্ষেত্রে ব্যবহারকারীদের কন্টেন্টের ওপর নিয়ন্ত্রণ প্রত্যাহারের নির্দেশ দেয়৷ কিন্তু আদালতের আদেশ তাড়াতাড়ি পালনের উদ্যোগ নেয়নি ফেসবুক কর্তৃপক্ষ৷ এ কারণেই জরিমানা৷ ভিজেডবিভি জানিয়েছে, এ কারণে ফেসবুককে ১ লাখ ইউরো জরিমানা করেছে আদালত৷
ইতিমধ্যে অবশ্য ‘ভুল' সংশোধনের উদ্যোগ নিয়েছে ফেসবুক৷ তবে সে উদ্যোগকে আদালতের কাছে সময়োপযোগী ও যথাযথ মনে হয়নি৷ বিশ্বব্যাপী অসংখ্য মানুষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়টিকে দ্রুত যথাযথ গুরুত্ব না দেয়ার কারণেই জরিমানার সিদ্ধান্ত দিয়েছে আদালত৷ ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, জরিমানার অর্থ আদালতের নির্দেশ অনুযায়ী পরিশোধ করা হবে৷ ফেসবুকের মুখপাত্র বলেন, ‘‘আদালত মনে করেছে আমরা এ ক্ষেত্রে যথেষ্ট দ্রুততার সঙ্গে কাজ করিনি এবং সে কারণে জরিমানা করা হয়েছে৷ ফেসবুক জরিমানার টাকা যথাসময়ে দিয়ে দেবে৷''
এসিবি/ডিজি (এএফপি)