ফেসবুকে আরো নতুন বোতাম
২৮ জানুয়ারি ২০১৬এগুলো হচ্ছে ‘রাগ', ‘দুঃখ', ‘দারুণ!' ‘হাসি', ‘এই তো চাই!', ‘ভালোবাসা'৷ গত চার মাস ধরে সাতটি দেশের ফেসবুক ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে এই বোতামগুলো ব্যবহার করছেন৷
বুধবার প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে এক ‘কনফারেন্স কল'-এ এই বোতামগুলো নিয়ে আলোচনা করেন জাকারবার্গ৷ তখন তিনি বলেন, ফেসবুকের প্রকৌশলীদের এখনও কিছু কাজ বাকি আছে, তারপরই সেটা সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে৷ জাকারবার্গের আশা, এর ফলে মানুষ এখন আগের চেয়ে আরেকটু বেশি সময় সামাজিক মাধ্যমে কাটাবে৷
বর্তমানে চিলি, ফিলিপাইন, পর্তুগাল, আয়ারল্যান্ড, স্পেন, জাপান ও কলোম্বিয়ার ব্যবহারকারীরা এই বোতামগুলো ব্যবহার করতে পারছেন৷ ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৬০ কোটি৷
আয় বেড়েছে
২০১৫ সালের চতুর্থ কোয়ার্টারে ফেসবুক ১.৫৬ বিলিয়ন ডলার আয় করেছে৷ ২০১৪ সালের একই সময়ে পরিমাণটা ছিল ৭০১ মিলিয়ন৷
এদিকে, ২০১৫ সালে ফেসবুকের নিট আয় হয়েছে ৩.৬৯ বিলিয়ন ডলার৷ আগের বছর যেটা ছিল ২.৯৪ বিলিয়ন ডলার৷
বুধবার এ সব তথ্য প্রকাশ করেছে ফেসবুক৷
জেডএইচ/ডিজি (এপি)
বন্ধুরা, ‘রাগ', ‘দুঃখ', ‘দারুণ!' ‘হাসি', ‘এই তো চাই!', ‘ভালোবাসা’ – এগুলোর মধ্যে আপনার পছন্দের অনুভূতি কোনটা? জানান নীচের ঘরে৷