1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুকে আরো নতুন বোতাম

২৮ জানুয়ারি ২০১৬

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, সারা বিশ্বের ফেসবুক ব্যবহারকারীরা ‘খুব শিগগিরই' আরও ছয়টি নতুন বোতাম চেপে তাদের অনুভূতি প্রকাশ করতে পারবেন৷

https://p.dw.com/p/1Hl60
Symbolbild Facebook Börsengang im Mai 2012 Mark Zuckerberg
ছবি: Justin Sullivan/Getty Images

এগুলো হচ্ছে ‘রাগ', ‘দুঃখ', ‘দারুণ!' ‘হাসি', ‘এই তো চাই!', ‘ভালোবাসা'৷ গত চার মাস ধরে সাতটি দেশের ফেসবুক ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে এই বোতামগুলো ব্যবহার করছেন৷

বুধবার প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে এক ‘কনফারেন্স কল'-এ এই বোতামগুলো নিয়ে আলোচনা করেন জাকারবার্গ৷ তখন তিনি বলেন, ফেসবুকের প্রকৌশলীদের এখনও কিছু কাজ বাকি আছে, তারপরই সেটা সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে৷ জাকারবার্গের আশা, এর ফলে মানুষ এখন আগের চেয়ে আরেকটু বেশি সময় সামাজিক মাধ্যমে কাটাবে৷

বর্তমানে চিলি, ফিলিপাইন, পর্তুগাল, আয়ারল্যান্ড, স্পেন, জাপান ও কলোম্বিয়ার ব্যবহারকারীরা এই বোতামগুলো ব্যবহার করতে পারছেন৷ ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৬০ কোটি৷

আয় বেড়েছে

২০১৫ সালের চতুর্থ কোয়ার্টারে ফেসবুক ১.৫৬ বিলিয়ন ডলার আয় করেছে৷ ২০১৪ সালের একই সময়ে পরিমাণটা ছিল ৭০১ মিলিয়ন৷

এদিকে, ২০১৫ সালে ফেসবুকের নিট আয় হয়েছে ৩.৬৯ বিলিয়ন ডলার৷ আগের বছর যেটা ছিল ২.৯৪ বিলিয়ন ডলার৷

বুধবার এ সব তথ্য প্রকাশ করেছে ফেসবুক৷

জেডএইচ/ডিজি (এপি)

বন্ধুরা, ‘রাগ', ‘দুঃখ', ‘দারুণ!' ‘হাসি', ‘এই তো চাই!', ‘ভালোবাসা’ – এগুলোর মধ্যে আপনার পছন্দের অনুভূতি কোনটা? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান