ফ্রান্সে মসজিদের সামনে হামলা
৩ জুলাই ২০১৭প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে প্রাথমিকভাবে পাওয়া তথ্য বলছে, রবিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে কমপক্ষে দুই ব্যক্তি একটি গাড়ি থেকে বের হয়ে গুলি শুরু করে৷ আহতদের অবস্থা গুরুতর নয় বলেও জানিয়েছে কৌঁসুলির কার্যালয়৷ ঘটনাটি সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট নয় উল্লেখ করে স্থানীয় কৌঁসুলি বলেন, ‘‘আমাদের কাছে থাকা তথ্য বলছে, হামলার লক্ষ্য মসজিদটি ছিল না৷ ধর্মীয় প্রতিষ্ঠান থাকা একটি রাস্তায় হামলাটি হয়েছে বলে তার সঙ্গে যে এর সম্পর্ক থাকবে, তা ঠিক নয়৷''
পুলিশ বলছে, স্থানীয় গ্যাংদের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হামলা হয়েছে ধরে নিয়ে বিষয়টির তদন্ত করছেন স্থানীয় কৌঁসুলিরা৷
জার্মানির বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, আহতদের মধ্যে চারজন মসজিদের সামনে দাঁড়ানো ছিলেন৷ আর সাত বছরের মেয়েটি পাশের এক ভবনের দ্বিতীয় তলায় তার বাসায় পরিবারের সঙ্গে ছিল৷ গুলির টুকরার আঘাতে সে আহত হয়৷
এর আগে গত বৃহস্পতিবার এক ব্যক্তি গাড়ি নিয়ে দক্ষিণপূর্ব প্যারিসের একটি মসজিদে হামলা চালানোর চেষ্টা করেছিল৷ কিন্তু মসজিদের বাইরে থাকা পিলার এবং অন্যান্য প্রতিবন্ধকের সঙ্গে ধাক্কা লাগায় তা সম্ভব হয়নি৷ হামলাকারী ৪৩ বছরের এক আর্মেনীয় নাগরিক৷ তিনি সিজোফ্রেনিয়ার রোগী বলে জানা গেছে৷
উল্লেখ্য, গত মাসের ১৯ তারিখ এক ব্যক্তি লন্ডনের এক মসজিদে গাড়ি নিয়ে হামলা চালালে একজন নিহত হয়েছিলেন৷ ঐ ঘটনার পর ফ্রান্সের মুসলমানরা এখন উৎকণ্ঠায় বসবাস করছেন৷ তাঁরা পুলিশের কাছে ধর্মীয় প্রার্থনার জায়গায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন৷
জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ)