1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্যায় প্রাণহানি ‘অবহেলাজনিত হত্যাকাণ্ড’ কিনা তদন্ত

৩ আগস্ট ২০২১

জার্মানিতে বন্যায় ১৮০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ এই প্রাণহানি কোনোভাবে এড়ানো যেতো কিনা, সতর্কতা জারি বা মানুষকে সরিয়ে নেয়ার ক্ষেত্রে কোনো গাফিলতি ছিল কিনা, তা তদন্ত করার কথা ভাবছে জার্মানি৷

https://p.dw.com/p/3yTye
Deutschland Unwetter Dernau nachher
ছবি: Christoph Hardt/Future Image/imago images

জার্মান তদন্তকারীরা সোমবার জানিয়েছেন, সাম্প্রতিক বন্যায় গাফিলতির তদন্ত করার সুযোগ আছে কিনা খতিয়ে দেখা হবে৷ জুলাই মাসে জার্মানির পশ্চিমাঞ্চলে বন্যায় অন্তত ১৮০ জনের মৃত্যু হয়৷ এরপর থেকেই প্রশ্ন উঠছে, কর্তৃপক্ষ বন্যার আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকার জনগণকে সতর্ক করে দেয়ার জন্য যথেষ্ট ব্যবস্থা নিয়েছিল কিনা৷ 

জার্মান পাবলিক প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ‘সতর্কতা জারিতে দেরি করা বা ব্যর্থ হওয়ার কারণে অবহেলাজনিত হত্যা বা ক্ষতি হয়েছে কিনা' তা নিয়ে প্রাথমিক তদন্তের বিষয়ে ভাবা হচ্ছে৷ 

বিবৃতিতে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে জিনসিশ শহরে একটি সেবাকেন্দ্রে ১২ জনের মৃত্যুর বিষয়ে পুলিশের প্রতিবেদন এবং দুর্যোগের বিভিন্ন সংবাদ প্রমাণ হিসেবে ব্যবহার করা হতে পারে৷

দায় কার?

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়নি, ফেডারেল ও রাজ্য কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ অনেক আগেই উঠেছে৷

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট সেহোফার জানিয়েছেন ‘এমন বিপর্যয় কোনো একক স্থান থেকে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাপনা করা একেবেরেই অকল্পনীয়'৷ এটা যে রাজ্য কর্তৃপক্ষের দায়িত্ব সেটিও তিনি উল্লেখ করেন৷

জার্মান আবহাওয়া দপ্তর ডিডব্লিউডিও নিজেদের দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতার পক্ষেই সাফাই গেয়ে বলেছে স্থানীয় কর্তৃপক্ষ সময়মতো তাদের দেয়া সতর্কতা জনগণকে জানায়নি৷ কোনো কোনো রাজ্য কর্মকর্তা স্বীকার করেছেন যে, তাদের দুর্যোগ ব্যবস্থাপনা আরো ভালো হতে পারতো৷ কিন্তু যা করা সম্ভব তার সবটাই করা হয়েছে বলেও তারা দাবি করেছেন৷

এডিকে/এসিবি (এএফপি, কেএনএ)