ইউরো ২০১৬
৭ জুন ২০১৬আগামী শুক্রবার ফ্রান্সে শুরু হচ্ছে উয়েফা ইউরো ২০১৬ ফুটবল প্রতিযোগিতার আসর৷ প্রায় এক মাস ধরে দেশ-বিদেশের ফুটবল অনুরাগী ও সংবাদ মাধ্যম কর্মীদের নজর থাকবে ফ্রান্সের উপর৷ অসংখ্য মানুষ ফ্রান্সে এসে ফুটবলের স্বাদ নেবেন৷ অথচ তার ঠিক আগে সমস্যায় জর্জরিত এই দেশ৷
চলতি বছর আবহাওয়ার খামখেয়ালিপনা হাড়ে হাড়ে টের পাচ্ছেন ইউরোপের অনেক অংশের মানুষ৷ প্রবল ঝড়বৃষ্টি, আচমকা বন্যা, ধস জনপদ ছারখার করে দিচ্ছে৷ ফ্রান্সের কিছু অংশও আবহাওয়ার খামখেয়ালিপনার শিকার৷
তার উপর বেশ কিছুদিন ধরে চলে আসছে একের পর এক ধর্মঘট৷ একটি মিটে গেলেই অন্যটি শুরু হয়ে যায়৷ তার উপর দেখা দিয়েছে ইউরো ২০১৬ চলাকালীন সন্ত্রাসী হামলার আশঙ্কা৷ প্যারিস হামলার পর ফ্রান্সের মানুষের কাছে এই আশঙ্কা আর অমূলক নয়৷
বিভিন্ন সূত্র থেকে সন্ত্রাসী হামলার আশঙ্কার অশনি সংকেত পাওয়া যাচ্ছে৷ প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ এমন বিপদের আশঙ্কার কথা স্বীকার করেছেন৷
পুলিশ ১৫টি এমন হামলা বানচাল করেছে বলে দাবি করা হচ্ছে৷ নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে অভূতপূর্ব পদক্ষেপ নেওয়া হচ্ছে৷
জার্মান গোয়েন্দা সংস্থা তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন আইএস-এর হামলার ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছে বলে সংবাদ মাধ্যমের একাংশ দাবি করছে৷
ইউরো ২০১৬ শুরু হবার আগে শ্রমিক সংগঠনগুলি যাতে ধর্মঘট প্রত্যাহার করে নেয়, সেই লক্ষ্যে শেষ মুহূর্তে জোরালো উদ্যোগ নেওয়া হচ্ছে৷
এসবি/এসিবি (এএফপি, রয়টার্স)