ফ্রান্সেও হামলার পরিকল্পনা ছিল!
১১ এপ্রিল ২০১৬কিন্তু প্যারিস হামলার তদন্তকাজে গতি দেখে তারা ফ্রান্সের পরিবর্তে ব্রাসেলসে হামলা করে বলে রবিবার এক বিবৃতিতে জানান তিনি৷ ‘‘তদন্তে পাওয়া অনেক উপাদান থেকে এটা প্রমাণিত যে, ইসলামিক স্টেট জঙ্গিরা ফ্রান্সে হামলার পরিকল্পনা করেছিল৷ কিন্তু প্যারিস হামলার তদন্তে কাজে আশ্চর্য হয়ে তারা তাড়াহুড়ো করে ব্রাসেলসে হামলার সিদ্ধান্ত নেয়৷''
বেলজিয়ামের প্রসিকিউটরের এমন বিবৃতির প্রতিক্রিয়ায় ফ্রান্সের প্রধানমন্ত্রী মানুয়েল ভালস বলেন, ‘‘এই বিবৃতি এটাই প্রমাণ করে যে, পুরো ইউরোপ বিশেষ করে ফ্রান্স বিশাল হুমকির মুখে রয়েছে৷'' ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্যার্না কাজন্যোভ বলেছেন, অনির্দিষ্টকালের জন্য ফ্রান্সে উচ্চ সতর্কতা ব্যবস্থা জারি থাকবে৷
এদিকে, ব্রাসেলস বিমানবন্দরে হামলার সঙ্গে জড়িত তিনজনের যে ছবি প্রকাশিত হয়েছে তার মধ্যে হ্যাট পরা ব্যক্তির বিরুদ্ধে ‘সন্ত্রাসের সহায়তায় হত্যা'-র অভিযোগে মামলা করা হয়েছে বলে জানান প্রসিকিউটর৷
হ্যাট পরা ব্যক্তির নাম মোহামেদ আবরিনি৷ মরক্কান বংশোদ্ভূত ৩১ বছর বয়সি এই বেলজিয়ান বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছেন বেলজিয়ামের প্রসিকিউটর৷
জঙ্গি হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন অনেকের মতো আবরিনিও বড় হয়েছে ব্রাসেলসের মোলেনবেক এলাকায়৷ সমালোচকরা বলছেন, জঙ্গিরা ঐ এলাকার অনেক মুসলিম তরুণের মনে জঙ্গিবাদের বীজ বপন করতে সক্ষম হয়েছে এবং সেটি ঠেকাতে সরকার যথেষ্ট পদক্ষেপ নেয়নি৷ সিরিয়ায় ইসলামিক স্টেট-এর হয়ে যুদ্ধে অংশ নেয়া বিদেশি নাগরিকদের অনেকেই বেলজিয়ামের৷ দেশটির জনসংখ্যার অনুপাতে বেলজিয়াম থেকেই সবচেয়ে বেশি নাগরিক সিরিয়ায় গেছে বলে জানা যায়৷
জেডএইচ/ডিজি (এএফপি, এপি)