তরুণদের রাজনীতি ভাবনা
২৫ মে ২০১৩তাদের মতে রাজনৈতিক সংকটের সাময়িক কোনো সমাধান নেই৷ সমাধান হতে পারে আগামী নির্বাচন কিভাবে হবে তার৷ তবে তারপর আবার সংকট ফিরে আসবে৷
বাধন অধিকারী একজন তরুণ সাংবাদিক ও লেখক৷ তিনি দেশের বর্তমান রাজনৈতিক সংকটকে হঠাৎ কোনো সংকট মনে করেন না৷ তিনি মনে করেন এই সংকট ১৯৭১ সালে বালাদেশের স্বাধীনতার পর থেকেই চলছে৷ কারণ বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ ও এর বিরোধিতা নিয়ে কিছু অমীমাংসিত ইস্যু আছে৷ এই সব ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত সংকট থাকবে৷ তাঁর মতে, বিষয়টি নিয়ে দেশের রাজনীতিবিদ শুধু না, সাধারণ মানুষের মধ্যেও দুটি ধারা লক্ষণীয়৷ কিন্তু রাজনীতবিদরা এই ইস্যু নিয়ে সৎ নন৷ তারা কেউ কেউ একটি অস্পষ্ট অবস্থান নিয়ে আছেন৷ আবার কেউ কেউ নির্বাচনি বৈতরণি পার হতে এই ইস্যুকে ব্যবহার করছেন৷ ফলে সংকট দীর্ঘায়িত হচ্ছে এবং এর সমাধান না হওয়া পর্যন্ত সংকট থাকবে৷
আরেক তরুণ জাহিদ জন মনে করেন, রাজনীতিবিদরা দেশের সাধারণ মানুষের চিন্তাকে বোঝার চেষ্টা করেন না অথবা বোঝেন না৷ তিনি বলেন আগামী নির্বাচন যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় এবং সব দল যদি অংশগ্রহণ করে তাতে রাজনীতিতে গুণগত কোনো পরিবর্তন হবেনা৷ নতুন একটি সরকার আসবে৷ আর তা নিশ্চিত করেই বলা যায় সেই সরকার হবে আওয়ামী লীগ অথবা বিএনপি'র, জনগণের সরকার নয়৷ জনগণ একটি চক্রবন্দি হয়ে পড়েছে৷ তারা বের হতে চাইলেও কোনো উপায় নেই৷ রাজনীতিবিদরা যে দেশের মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন না তার বড় প্রমাণ হেফাজতে ইসলামের উত্থান৷ জাহিদ জন বলেন একটি বিশাল জনগোষ্ঠী যে এভাবে মৌলবাদী চিন্তায় সংগঠিত হচ্ছে তার খবর তাদের কাছে ছিলনা৷ আর তাদের উত্থানের পর স্রেফ ভোটের হিসাব করেছে বড় দুটি রাজনৈতিক দল৷ তারা চেষ্টা করেছে তাদের নিজের দিকে টেনে ভোটের বাক্স ভরতে৷ যা দেশের জন্য বড় ক্ষতির কারণ হয়েছে৷
শামিম আজাদ আবিদ মনে করেন রাজনৈতিক দলগুলো এখন সংঘাত এবং সংঘর্ষে লিপ্ত হচ্ছে আগামী নির্বাচনের জয় পরাজয়কে সামনে রেখে৷ নির্বাচন হয়ে গেলে এই সংঘাত থামবে৷ কিন্তু তারপর আবার যখন নির্বাচন আসবে তার আগে একই পরিস্থিতির সৃষ্টি হবে৷ রাজনীতির এই সংস্কৃতি বেশ পুরনো৷ রাজনীতি হলো ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতার এক দৌড়৷ এর সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই৷ যদি থাকতো তাহলে হরতালও দেয়া হতনা৷ আবার সভা সামাবেশের ওপর নিষেধাজ্ঞাও আসতনা৷
মুন্নী মুন মনে করেন, হয়তো সংলাপ হবে, নির্বাচনও হবে৷ কিন্তু তাতে সাধারণ মানুষের কিছু হবেনা৷ হবে ক্ষমতার পালা বদল৷ কারণ রাজনৈতিক নেতাদের মধ্যে চিন্তার যে বন্ধ্যাত্ব, তাদের মধ্যে ক্ষমতার যে মোহ এবং নির্বাচন কেন্দ্রীক যে রাজনীতি তাতে আশার কোনো জায়গা নেই৷ বাংলাদেশে যা চলছে তা রাজনীতির ব্যাকরণের বাইরে৷