বাংলাদেশি এমপিকে ‘নিয়ে গেছে’ কুয়েত সিআইডি
৭ জুন ২০২০কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বরাত দিয়ে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর জানিয়েছে রোববার রাতে পাপুলকে দেশটির মুশরেফ থেকে আটক করা হয়৷ তবে আটকের বিষয়টি অস্বীকার করেছেন তার স্ত্রী সেলিনা ইসলাম৷ তিনিও সংরক্ষিত আসনের সংসদ সদস্য৷ সাংবাদিকদের সেলিনা বলেন, ‘‘গ্রেপ্তার সম্পর্কিত যে তথ্য গণমাধ্যমে এসেছে, তা ঠিক নয়৷ তিনি সেখানে কোনো মামলার আসামি নন৷
‘‘কুয়েত সরকারের তাদের নিয়ম অনুযায়ী তার ব্যবসায়িক বিষয়ে আলোচনার জন্য তাকে সেখানকার সরকারি দপ্তর বা সিআইডিতে ডেকে নিয়েছে৷’’
এই বিষয়ে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘তাকে রোববার রাতে বাসা থেকে নিয়ে গেছে কুয়েত সিআইডি৷ তবে কী কারণে নিয়েছে আমাদের কিছু জানায়নি৷’’
উল্লেখ্য এর আগে গত ফেব্রুয়ারিতে কুয়েতের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, মানবপাচার ও ভিসা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে তিন বাংলাদেশির একটি চক্রের সন্ধান পাওয়া গেছে৷ তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছিল সিআইডি৷ বাংলাদেশে পালিয়ে আসা বাকি দুজনের একজনকে সংসদ সদস্য বলেও উল্লেখ করা হয়৷ তবে তার নাম প্রকাশ করা হয়নি৷
সে সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন স্থানীয় গণমাধ্যমগুলোকে বলেন, ‘‘যে সংসদ সদস্যের কথা বললেন, আমরা শুনেছি যে এটা ফেইক নিউজ৷
‘‘সরকারের কাছে এই মুহূর্তে এ বিষয়ে কোনো তথ্য নেই৷ আমাদের মিশন এখনো খবর দেয়নি, আমরা এখনো জানি না৷’’
বিডিনিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, লক্ষ্মীপুর ২ আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হলেও পাপুল পরে আওয়ামী লীগে যোগ দেন৷ তার মালিকানাধীন মারাফি কুয়েতিয়া গ্রুপে প্রায় ১৫ থেকে ২০ হাজার প্রবাসী বাংলাদেশি কাজ করেন বলে কুয়েতে বাংলাদেশ কমিউনিটির ধারণা৷
এফএস/এডিকে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
গত বছরের ছবিঘরটি দেখুন...