‘বাংলাদেশের দুই নেত্রী কখনো ফেসবুকে আসবেন না'
৯ সেপ্টেম্বর ২০১৬‘‘বাংলাদেশের নেত্রী দু'জনই মিডিয়ার সামনে কম হাজির হন৷ আর ফেসবুক তো একটা সামাজিক মিডিয়া৷ কাজেই তাঁদের দু'জনের ফেসবুকে আসার কথা কোনোভাবেই আশা করা যায় না৷'' একেবারে নিশ্চিত হয়েই ডয়চে ভেলের ফেসবুক পাতায় এ মন্তব্য করেছেন পাঠক মোসাদ্দেক রহমান৷
বন্ধু সাইদুল হোসেন মোসাদ্দেক রহমানকে সরাসরি সমর্থন করেছেন৷ অর্থাৎ তাঁরও ধারণা যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার ও ফেসবুকে আসবেন না৷
পাঠক ফারহানা আক্তারের সোজা উত্তর ‘না'৷ প্লাবনের মতামতও ঠিক ফারহানা আক্তারের মতো৷ আর আমাদের ফেসবুক-বন্ধু মিজানুর রহমানের কথায়, ‘‘কখনই না''৷
পাঠক মেঘনাথ বলছেন, এতে নাকি সমালোচনার ঝড় যেমন উঠবে, তেমনি কারাগারে বন্দির সংখ্যাও বেড়ে যাবে৷
তবে পাঠক শুভ মনে করেন, দুই নেত্রীর ফেসবুকে আসাটা বাড়াবাড়ি৷ কারণ তাঁর মতে, ‘‘অন্যান্য সেলিব্রেটিদের কমেন্ট বক্সের যে অবস্থা, তাতে মনে হয় আমাদের রাজনীতিকদের অবস্থা আরো খারাপ হবে৷ কারণ তাঁদের তো কোনো অভিজ্ঞতা নেই৷''
সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: দেবারতি গুহ