1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে নির্বাচন: ঈগল-কেটলি-কাঁচিতে ধরাশায়ী ১৪ দলের নৌকা

প্রকাশিত ৭ জানুয়ারি ২০২৪শেষ আপডেট ৭ জানুয়ারি ২০২৪

১৪ দলের শরিক দলের প্রার্থীদের ছয়টি আসনে ছাড় দিয়েছিল আওয়ামী লীগ৷ এসব আসনে নৌকা প্রতীক নিয়েই লড়াই করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা৷ তারপরও ভরাডুবি ঘটেছে তাদের বেশিরভাগের৷

https://p.dw.com/p/4aw90
১৪ দলের শরিক দলগুলোর নেতারা ৬টি আসনে নৌকা নিয়ে লড়াই করে হেরেছেন ৪টিতেই।
১৪ দলের শরিক দলগুলোর নেতারা ৬টি আসনে নৌকা নিয়ে লড়াই করে হেরেছেন ৪টিতেই।ছবি: Mortuza Rashed/DW
স্কিপ নেক্সট সেকশন আপনারা যা জানা দরকার

আপনারা যা জানা দরকার

  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা চলছে৷
  • ৩০০টি আসনের মধ্যে নওগাঁ-২ আসন ছাড়া ২৯৯টি আসনে চলছে ভোটগ্রহণ৷ মোট ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি৷ নির্বাচনে লড়ছেন প্রায় দুই হাজার প্রার্থী৷ অংশ নিয়েছে ২৮টি দল৷
  • ন্যূনতম ১৫১টি আসনে জয় পেলে এককভাবে অথবা অন্য দলের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারে রাজনৈতিক দলগুলো৷
  • বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো এই নির্বাচনে অংশ নিচ্ছে না৷ ভোট বর্জনের ডাক দিয়েছে তারা৷ বিএনপি ৬ জানুয়ারি থেকে দুই দিনের হরতাল পালন করছে৷
স্কিপ নেক্সট সেকশন আওয়ামী লীগের ছেড়ে দেয়া ৬ আসনের ৪টিতে পরাজিত ১৪ দলের প্রার্থীরা
৭ জানুয়ারি ২০২৪

আওয়ামী লীগের ছেড়ে দেয়া ৬ আসনের ৪টিতে পরাজিত ১৪ দলের প্রার্থীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিক দলের প্রার্থীদের ছয়টি আসনে ছাড় দিয়েছিল আওয়ামী লীগ৷ এসব আসনে নৌকা প্রতীক নিয়েই লড়াই করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা৷ তারপরও ভরাডুবি ঘটেছে তাদের৷ কোনো আসনে ঈগল, কোনো আসনে ট্রাক প্রতীক নিয়ে লড়াই করা প্রার্থীদের কাছে হেরে গেছেন তারা৷

কুষ্টিয়া-২ আসনে নৌকা প্রতীক নিয়েও হেরে গেছেন ১৪ দলীয় জোটের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু৷ নৌকা প্রতীকে নির্বাচন করে পরাজিত হয়েছেন তিনি৷ স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন এ আসন থেকে জয়ী হয়েছেন ট্রাক প্রতীক নিয়ে৷ ইনুকে চ্যালেঞ্জ করেই মূলত মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেন৷

লক্ষীপুর-৪ আসনে জাসদের আরেক নেতা মোশারফ হোসেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে হেরেছেন৷ তিনি পরাজিত হয়েছেন ঈগল প্রতীক নিয়ে লড়াই করা স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল্লাহর কাছে৷ আব্দুল্লাহ লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি৷ ২০১৪ সালে এই আসনের সংসদ সদস্যও ছিলেন তিনি৷

জাসদের আরেক প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন অবশ্য নৌকা নিয়ে জয়ী হয়েছেন৷ কিন্তু ঈগল প্রতীক নিয়ে লড়াই করা স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মোল্লার সঙ্গে তার ভোটের ব্যবধান ছিল মাত্র দুই হাজারের কিছু বেশি৷

নৌকা নিয়ে নির্বাচন করা জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু হেরে গেছেন পিরোজপুর-২ আসনে৷ ঈগল প্রতীক নিয়ে লড়াই করে জেতা মহিউদ্দিন মহারাজ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক৷ পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রশাসকও ছিলেন তিনি৷ একসময় তিনি আনোয়ার হোসেন মঞ্জুর এপিএস ছিলেন৷

রাজশাহী-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা হেরে গিয়েছেন আরেক বাদশার কাছে৷ কাঁচি প্রতীক নিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা। শফিকুর রহমান বাদশা রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি৷

নৌকা নিয়ে লড়াই করা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন অবশ্য বড় জয় আদায় করে নিয়েছেন বরিশাল ২ আসনে৷ ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হকের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে৷

https://p.dw.com/p/4axJG
স্কিপ নেক্সট সেকশন আওয়ামী লীগ ১০৫, স্বতন্ত্র ৩১, জাতীয় পার্টি ৬
৭ জানুয়ারি ২০২৪

আওয়ামী লীগ ১০৫, স্বতন্ত্র ৩১, জাতীয় পার্টি ৬

বাংলাদেশ সময় ৭ জানুয়ারি রাত ১টা পর্যন্ত ১৪২টি আসনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত্ব টেলিভিশন বিটিভি জানিয়েছে, ১০৫টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। জাতীয় পার্টি ৬টি আসনে জয় পেয়েছে।

স্বতন্ত্র প্রার্থীরা ৩১টি আসনে জয় পেয়েছেন।

https://p.dw.com/p/4axFe
স্কিপ নেক্সট সেকশন আসতে শুরু করেছে বিভিন্ন আসনের চূড়ান্ত ফল
৭ জানুয়ারি ২০২৪

আসতে শুরু করেছে বিভিন্ন আসনের চূড়ান্ত ফল

এখন পর্যন্ত চারটি আসনে চূড়ান্ত ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

গোপালগঞ্জ ৩ আসনে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ী হয়েছেন। নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী, নৌকা মার্কায় তিনি মোট ভোট পেয়েছেন দুই লাখ ৪৯ হাজার ৯৬২টি৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম নিজামউদ্দিন লস্কর৷ তিনি পেয়েছেন ৪৬৯ ভোট৷

এছাড়া, কিশোরগঞ্জ ৬ আসনে নাজমুল হাসান পাপন, মৌলভীবাজার ২ আসনে আওয়ামী লীগ প্রার্থী শফিউল আলম চৌধুরী এবং মৌলভীবাজার ৪ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো: আব্দুস শহীদ।

https://p.dw.com/p/4ax7c
স্কিপ নেক্সট সেকশন অকার্যকর নির্বাচনের স্মার্ট অ্যাপ, কমিশন বলছে সাইবার হামলা
৭ জানুয়ারি ২০২৪

অকার্যকর নির্বাচনের স্মার্ট অ্যাপ, কমিশন বলছে সাইবার হামলা

কাজ করছে না নির্বাচন কমিশনের অ্যাপ।
কাজ করছে না নির্বাচন কমিশনের অ্যাপ।ছবি: Tanjir Mehedi/DW

সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা ২টা এবং বিকেল ৪টায় কেন্দ্রের তথ্য মোবাইল অ্যাপের মাধ্যমে জানানোর কথা প্রিসাইডিং অফিসারদের৷ কিন্তু বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সকাল ১০টায় তথ্য দেওয়ার পর আর অ্যাপে তথ্য দিতে পারছেন না প্রিসাইডিং অফিসাররা৷

৪ জানুয়ারি নির্বাচন কমিশনের জারি করা একটি পরিপত্রে ভোটের দিন প্রতি দুই ঘণ্টার ব্যবধানে প্রদত্ত ভোটের শতকরা হার, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দল ও আসনভিত্তিক ফলাফল 'স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি' অ্যাপের মাধ্যমে জানানোর কথা৷ কিন্তু ভোটার উপস্থিতি তো দূরের কথা, ভোটগ্রহণ শেষ হওয়ার পাঁচ ঘণ্টা পরও ফলাফলের কোনো তথ্য দেখা যাচ্ছে না অ্যাপটিতে৷

ইসির সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানিয়েছেন, ইউক্রেন ও জার্মানিসহ তিনটি দেশ থেকে নির্বাচন কমিশনের "স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি” নামের অ্যাপে সাইবার হামলা চালানো হয়েছে।

বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ইসি সচিবকে উদ্ধৃত করেছে এইভাবে, "ইউক্রেন, জার্মানিসহ আরেকটি দেশ থেকে এই অ্যাপটিকে স্লো করে দেওয়া হয়৷ আমাদের টিম সারা রাত কাজ করেছে, এখনও করতেছে এটি সচল রাখতে৷ একটু স্লো থাকলেও এখন এটা চলছে৷”

৬ জানুয়ারি নির্বাচন কেন্দ্র করে সাইবার হামলা হতে পারে, এমন আশঙ্কায় সব কর্মকর্তাকে সতর্ক করে দিয়েছিল ইসি৷

https://p.dw.com/p/4ax7N
স্কিপ নেক্সট সেকশন ভোট 'বর্জন' করায় বিএনপির 'স্যালুট', 'স্বতঃস্ফূর্ত' উপস্থিতির জন্য আওয়ামী লীগের 'ধন্যবাদ'
৭ জানুয়ারি ২০২৪

ভোট 'বর্জন' করায় বিএনপির 'স্যালুট', 'স্বতঃস্ফূর্ত' উপস্থিতির জন্য আওয়ামী লীগের 'ধন্যবাদ'

Bangladesch Wahl 2024 Auszählung
ছবি: Indranil Mukherjee/AFP

বাংলাদেশের মানুষ গণতন্ত্র নিয়ে কখনো আপস করেনি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ‘‘বিএনপি এবং ৬২টি সমমনা দল যারা এই প্রহসনের নির্বাচন বর্জন করেছেন, তাদের সকলের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে স্যালুট জানাই৷’’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকায় জনগণ ভোট বর্জন করেছেন বলে তিনি বলেন, ‘‘ভোটকেন্দ্রের সামনে কুকুর শুয়ে রোদ পোহাচ্ছে৷’’

বিএনপির এই বর্ষীয়ান নেতা গণমাধ্যমের প্রতি নিরপেক্ষভাবে ঢাকা এবং সারা দেশের নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানান৷ সাংবাদিকদের উদ্দেশে মঈন খান বলেন ‘‘আপনারা সরকারের হুমকিতে ভীত না হয়ে, আজকের নির্বাচনে যা সত্য, তা দেশবাসীর কাছে এবং বিশ্ববাসীর কাছে উদ্ভাসিত করুন৷’’
    
এক অনলাইন সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী বলেন, ‘‘আজকের নির্বাচন ইয়ার্কি ঠাট্টার একটি নির্বাচন৷ যেখানে কে কোথায় বিজয়ী হবে তা তারা আগেই ঠিক করে রেখেছিলো৷’’

এর আগে  সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘‘ভোটারদের উপস্থিতি প্রমাণ করে বিএনপি তাদের আন্দোলনে পরাজিত হয়েছে৷ আজকে যারা বর্জন করার আহ্বান জানিয়েছিলেন, ভোটাররা তাদেরই বর্জন করেছেন৷’’

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘‘ভোটে শান্তিপূর্ণ পরিস্থিতি, ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রমাণ করে যারা ভোট বর্জন করে নাশকতার আশ্রয় নিয়েছে, তারা আবার পরাজিত হলো৷’’

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, ‘‘নির্বাচনে ৪০ শতাংশেরর মতো ভোট পড়েছে৷’’ তবে ভোট গণনা শেষে হলে এই সংখ্যাটি বাড়তেও পারে, কমতেও পারে বলে তিনি যুক্ত করেন৷

https://p.dw.com/p/4awnZ
স্কিপ নেক্সট সেকশন আওয়ামী লীগের গৃহদ্বন্দ্বই চট্টগ্রামজুড়ে সহিংসতার কারণ?
৭ জানুয়ারি ২০২৪

আওয়ামী লীগের গৃহদ্বন্দ্বই চট্টগ্রামজুড়ে সহিংসতার কারণ?

চট্টগ্রাম-১৬ আসনে কেন প্রার্থীতা বাতিল হয়েছে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর? বিস্তারিত শুনুন ডয়চে ভেলের লাইভ-এ৷

https://p.dw.com/p/4awYS
স্কিপ নেক্সট সেকশন সারাদেশে ৪০ শতাংশ ভোট পড়েছে, জানিয়েছেন সিইসি
৭ জানুয়ারি ২০২৪

সারাদেশে ৪০ শতাংশ ভোট পড়েছে, জানিয়েছেন সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ বেশকিছু রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। ২৮টি রাজনৈতিক দলের ১ হাজার ৫৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ বেশকিছু রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। ২৮টি রাজনৈতিক দলের ১ হাজার ৫৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত এটাই নির্ভরযোগ্য তথ্য। পরে সব তথ্য যোগ হলে এই তথ্য বাড়তে বা কমতে পারে। 

এর আগে ইসি সচিব জাহাঙ্গীর আলমের বরাতে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার জানিয়েছিল, দুপুর ৩টা পর্যন্ত সারাদেশে ভোট পড়ার হার ছিল ২৭ দশমিক ১৫ শতাংশ৷

সেই হিসাবে নির্বাচনের শেষ এক ঘণ্টায় সারাদেশে ভোট পড়েছে ১২ দশমিক ৮৫ শতাংশ।

https://p.dw.com/p/4awSm
স্কিপ নেক্সট সেকশন ভোটগ্রহণ শেষে বিদেশি পর্যবেক্ষকেরা মতামত জানাতে সম্মত হয়েছেন: পররাষ্ট্রসচিব
৭ জানুয়ারি ২০২৪

ভোটগ্রহণ শেষে বিদেশি পর্যবেক্ষকেরা মতামত জানাতে সম্মত হয়েছেন: পররাষ্ট্রসচিব

পররাষ্ট্রসচিব জানিয়েছে, 'ভোটার উপস্থিতি নয়, পরিবেশ দেখছেন পর্যবেক্ষকেরা'
পররাষ্ট্রসচিব জানিয়েছে, 'ভোটার উপস্থিতি নয়, পরিবেশ দেখছেন পর্যবেক্ষকেরা'ছবি: Kamruzzaman/AA/picture alliance

বেশি ভোটারের উপস্থিতি নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াতে অবদান রাখবে—এ কথা স্বীকার করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন৷ তবে তিনি বলেছেন, বিদেশি  পর্যবেক্ষকেরা ভোটারের উপস্থিতি নয়, বরং ভোট গ্রহণের স্বচ্ছতা ও নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণ করছেন৷

রোববার সকালে টিচার্স ট্রেনিং সেন্টার কেন্দ্রে ভোট দেয়ার পর তিনি এসব কথা বলেন৷

পররাষ্ট্রসচিব জানান, বিদেশি পর্যবেক্ষকরা আজ সকাল থেকেই তাদের দায়িত্ব পালন করছেন৷ ভোটগ্রহণ শেষে তারা তাদের মতামত জানাতে সম্মত হয়েছেন৷

বিদেশি সাংবাদিক ছাড়া ১২৭ জনেরও বেশি বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করছেন৷

পর্যবেক্ষকেরা জানিয়েছেন, নির্বাচনে ভোটারের উপস্থিতি নয়, বরং ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ এবং পরিবেশ শান্তিপূর্ণ থাকছে কি না, তা পর্যবেক্ষণ করতে এসেছেন তারা৷

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী ভোটারের উপস্থিতি না থাকলে পশ্চিমা দেশগুলো বিষয়টি নিয়ে কি ভাবতে পারে, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, ‘‘যদি প্রচুর ভোটার ভোট দেয়, তাহলে তা নির্বাচন ও এর গ্রহণযোগ্যতার পক্ষে যাবে৷''

https://p.dw.com/p/4awMw
স্কিপ নেক্সট সেকশন জনগণ বর্জন করেছে সাজানো নির্বাচন: বিএনপি
৭ জানুয়ারি ২০২৪

জনগণ বর্জন করেছে সাজানো নির্বাচন: বিএনপি

কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকার কথা তুলে ধরে এটিকে নির্বাচন প্রত্যাখ্যানের প্রতীক হিসাবে বর্ণনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান।
কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকার কথা তুলে ধরে এটিকে নির্বাচন প্রত্যাখ্যানের প্রতীক হিসাবে বর্ণনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান।ছবি: Munir Uz Zaman/AFP

নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ আওয়ামী লীগ সরকারকে বর্জন করার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান৷

নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড় থাকায় ভোটে অংশ নেয়নি বিএনপি৷ বরং ভোটকে ব্যর্থকে তারা হরতালের ডাক দিয়েছে৷

রোববার দুপুরে গুলশানের নিজ বাসভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা৷ মঈন খান বলেন, ‘‘সরকারের সাজানো নির্বাচনের যে নাটক, আজকে সকাল থেকে সেই অংকের শেষ অংশ মঞ্চায়ন হচ্ছে৷ মজার কথা হচ্ছে এই যে, গত এক বছর ধরে আমরা যে কথাটি বলে আসছিলাম—বাংলাদেশের জনগণ এই সরকারকে বর্জন করেছে, সেই কথাটি আজকে নির্বাচন বর্জনের মধ্য দিয়ে জনগণ দেশে এবং বিদেশে সবার সামনে প্রমাণ করে দিয়েছে৷''

জনগণের কাছে গ্রহণযোগ্য হলে নির্বাচন গ্রহণযোগ্য: শেখ হাসিনা

তিনি বলেন, ‘‘সকালে ভোট যখন শুরু হয়, তার আগে বিভিন্ন ভোটকেন্দ্রের ছবি আমরা সংগ্রহ করেছি এ পর্যন্ত৷ ভোটকেন্দ্রগুলো যে ভোটারশূন্য কেবলমাত্র তাই নয়, আমাদের মনে পড়ছে আজকে থেকে ১০ বছর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারির কথা৷ যেদিন আমরা দেখেছিলাম, ভোটকেন্দ্রে ভোটাররা ভোট দেয় না, কুকুর-বিড়াল ভোট দেয়৷''

সরকারের কঠোর সমালোচনা করে তিনি আরো বলেন, ‘‘আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম, গত ১০ বছরে সরকার গণতন্ত্রকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে, আজও শতশত কেন্দ্র শূন্য৷ এখানে কোনো ভোটার নেই৷ বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে আজকে শীতের সকালে কুকুর রোদ পোহাচ্ছে৷ এটাই বাংলাদেশের আজকের দ্বাদশ সংসদ নির্বাচনের নামে যে প্রহসন, সেই প্রহসনের বাস্তবতা৷''

https://p.dw.com/p/4awMt
স্কিপ নেক্সট সেকশন চট্টগ্রাম-১৬ আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল
৭ জানুয়ারি ২০২৪

চট্টগ্রাম-১৬ আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হুমকি দেওয়ায় মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন  নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার এই তথ্য জানিয়েছে।

ভোট শেষ হওয়ার মাত্র ১৫ মিনিট আগে এই সিদ্ধান্ত জানায় কমিশন।

এর আগে একাধিকবার পুলিশ কর্মকর্তাকে ধমক দেয়াসহ সাংবাদিকদের মারধরের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

৭ জানুয়ারি ভোট চলাকালীন চট্টগ্রামের বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদকে থানার কক্ষে ঢুকে ধমক দেন প্রার্থী। পুলিশের এক সদস্য নাম প্রকাশ না করে দ্য ডেইলি স্টারকে বলেন, ''সংসদ সদস্য ও নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল গফুরকে আটক করায় তিনি থানায় আসেন। থানায় এসে ওসিকে ধমকিয়েছেন এমপি।''

এর আগে ৩০ নভেম্বর শোডাউন করে মনোনয়নপত্র জমার সময় তার সঙ্গীদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রবেশ করেন। এ ঘটনায় আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিনা প্রশ্ন করায় এক সাংবাদিককে মারধর করেন মোস্তাফিজুর রহমান চৌধুরী। এরপর তার বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন।

অবরুদ্ধ এমপি মোস্তাফিজ

প্রায় দুই ঘণ্টা চট্টগ্রামের বাঁশখালীতে একটি ভোটকেন্দ্রে অবরুদ্ধ ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী। অবরুদ্ধের প্রায় দুই ঘণ্টা পর বিকেল পৌনে ৫টার দিকে পুলিশের সহযোগিতায় তার সমর্থকরা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

এমপির ব্যক্তিগত সহকারী এ কে এম মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের প্রার্থী মুজিবুর রহমানের সমর্থকরা তার ওপর হামলা চালিয়ে অবরুদ্ধ করেছেন। তবে কেন্দ্রটিতে ঈগল প্রতীকের তত্ত্বাবধায়ক মানিক চৌধুরী ডেইলি স্টারকে বলেন, 'শান্তিপূর্ণ নির্বাচন চলছিল। এমপি সাহেব দলবল নিয়ে এসে কেন্দ্র দখলের চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেয়। তিনি লোকজনকে ধমকালে উত্তেজিত লোকজন তার গাড়ি ভাঙচুর করে। এখানে ঈগল প্রতীকের কোনো সমর্থক ছিল না।'

https://p.dw.com/p/4awMd
স্কিপ নেক্সট সেকশন এক ঘণ্টা বাকি থাকতে ২৭ শতাংশ ভোট, জানিয়েছেন ইসি সচিব
৭ জানুয়ারি ২০২৪

এক ঘণ্টা বাকি থাকতে ২৭ শতাংশ ভোট, জানিয়েছেন ইসি সচিব

দুপুর ৩টা পর্যন্ত সারাদেশে ভোট পড়েছে ২৭ দশমিক ১৫ শতাংশ৷ ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার ইসি সচিব জাহাঙ্গীর আলমের বরাতে এই তথ্য জানিয়েছে৷ এই সময়ে সবচেয়ে বেশি ভোটের হার ছিল খুলনা বিভাগে, আর সবচেয়ে কম ছিল  চট্টগ্রামে৷ জাহাঙ্গীর আলম জানান,  ঢাকা বিভাগে ২৫ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ২৭ শতাংশ, খুলনা বিভাগে ৩২ শতাংশ, সিলেট বিভাগে ২২ শতাংশ, রাজশাহী বিভাগে ২৬ শতাংশ, বরিশাল বিভাগে ৩১ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ২৯ শতাংশ এবং রংপুরে বিভাগে ২৬ শতাংশ ভোট পড়েছে।

এর আগে দুপুর ১২ টা পর্যন্ত ১৮.৫০% ভোট পড়ার কথা জানিয়েছিল ইসি৷ ভোটগ্রহণ চলবে বিকাল বেলা পর্যন্ত৷

https://p.dw.com/p/4awJq
স্কিপ নেক্সট সেকশন আওয়ামী লীগ ভোট ডাকাতির নির্বাচন করছে: জিএম কাদের
৭ জানুয়ারি ২০২৪

আওয়ামী লীগ ভোট ডাকাতির নির্বাচন করছে: জিএম কাদের

জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন ‘‘আমি তিনটা ঘটনা জেনেছি যে ভোট ডাকাতির নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে৷’’ ছবি: DW

আওয়ামী লীগ ‘পুরোনো কায়দায় ভোটকেন্দ্র দখল করে ভোট ডাকাতির নির্বাচন করছে,' বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের৷

রংপুর-৩ আসনের সেনপাড়া শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার৷

জি এম কাদের বলেন, ‘‘জামালপুর-কুমিল্লাসহ বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে খবর পেয়েছি৷ যে পুরোনো কায়দায় আওয়ামী লীগ ভোটকেন্দ্র দখল করে ভোট ডাকাতির নির্বাচন করে৷ এবারও সেটাই করা হচ্ছে৷ যদিও বারবার আশস্ত করা হয়েছিল যে এমন কোনো ঘটনা ঘটবে না৷’’

‘‘কিন্তু অলরেডি সকাল থেকে আমি তিনটা ঘটনা জেনেছি যে ভোট ডাকাতির নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে,’’ অভিযোগ করেন জাতীয় পার্টিরচেয়ারম্যান৷

ভোট স্বাভাবিক হচ্ছে না উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘‘ভোট স্বাভাবিক হবে না, সেই ধরনের একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে৷ সব জায়গার খবর এখনো পাইনি৷ যে আশা করছিলাম ভোটটা স্বাভাবিক হবে৷ কিন্তু রংপুর ছাড়া বেশিরভাগ জায়গায় ভোট স্বাভাবিক হচ্ছে না৷’’

https://p.dw.com/p/4awAU
স্কিপ নেক্সট সেকশন ১২ টা পর্যন্ত ভোটের হার ১৮.৫০%
৭ জানুয়ারি ২০২৪

১২ টা পর্যন্ত ভোটের হার ১৮.৫০%

বাংলাদেশের একটি ভোটকেন্দ্রের সামনের এক নিরাপত্তাকর্মী
ঢাকার একটি ভোটকেন্দ্রের সকালের ফাঁকা চিত্রছবি: Mortuza Rashed/DW

সারা দেশে বিভিন্ন ভোট কেন্দ্রে বেলা ১২টা ১০ মিনিট পর্যন্ত গড়ে সাড়ে ১৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম৷ তিনি সাংবাদিকদের বলেছেন, ঢাকা বিভাগের আসনগুলোতে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত ১৭ শতাংশ ভোট পড়েছে। চট্টগ্রাম বিভাগে ২০ শতাংশ, সিলেটে ১৮ শতাংশ, বরিশালে ২২ শতাংশ, খুলনায় ২১ শতাংশ, রাজশাহীতে ১৭ শতাংশ ও ময়মনসিংহে ২০ শতাংশ ভোট পড়ে।

কুমিল্লার চান্দিনায় কিছু কেন্দ্রে আগে থেকেই নৌকায় সিল মেরে রাখার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কুমিল্লা ৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু অভিযোগ করেন, নবাবপুর স্কুলে নৌকার সিল মারা ব্যালট পাওয়া গেছে। 

চান্দিনার বিভিন্ন কেন্দ্র থেকে তার নির্বাচনী মার্কা ঈগলের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। প্রশাসন কোন কথা শুনছে না বলেও জানান টিটু। 

রাজধানীর হাজারীবাগের একটি ভোটকেন্দ্রের সামনে সকালে ককটেল বিস্ফোরণে এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। এখানে ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটগ্রহণ চলছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের নাম জানা যায়নি।

ঢাকা-১৭ আসনের রাজধানীর বনানী মডেল স্কুল কেন্দ্রে বিদেশি পর্যবেক্ষক গোল্ড ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির প্রেসিডেন্ট এলি এম গোল্ড আসার আগে তৈরি হয়ে গেল ভোটারের দীর্ঘ সারি। সেই পর্যবেক্ষক চলে যাওয়ার পরই কেন্দ্রটি প্রায় ফাঁকা হয়ে যায়।

এলি এম গোল্ড চলে যাওয়ার পরপরই বনানী মডেল স্কুলে ভোটারের দীর্ঘ সাড়ি প্রায় ফাঁকা হয়ে যায়। লাইনে দাঁড়ানো নারীরা দল বেধে কেন্দ্রের বাইরে চলে যান।

https://p.dw.com/p/4awA2
স্কিপ নেক্সট সেকশন নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ
৭ জানুয়ারি ২০২৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ

ব্যালট বাক্স ভাঙচুর, ব্যালটে জোর করে সিল দেওয়ার ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে।

সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন৷ যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪১ ও নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন৷ এ ছাড়া সারা দেশে এবার তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৮৪৯ জন৷

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন স্থানীয় ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষক৷ এ ছাড়া দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষক থাকছেন৷ এদের মধ্যে রয়েছেন বিদেশি গণমাধ্যমকর্মীও৷

https://p.dw.com/p/4aw9j
স্কিপ নেক্সট সেকশন নরসিংদী-৪ আসনের একটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল
৭ জানুয়ারি ২০২৪

নরসিংদী-৪ আসনের একটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল

অনিয়মের অভিযোগে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের একটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে৷ বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (কেন্দ্র নম্বর- ১৩৪) ব্যালটের ১২টি বইয়ে আগে থেকেই নৌকা প্রতীকের সিল দেওয়া ছিল৷ এটি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে এই কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে৷ নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন৷

এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন৷ তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পাঁচবারের উপজেলা চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খাঁন বীরু৷ স্থানীয়রা জানায়, শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী জোর করে ১২টি বইয়ে নৌকার সিল মারেন৷ সেটি দেখতে পেয়ে লোকজন বিক্ষুব্ধ হয় ও প্রশাসনকে জানায়৷ পরে প্রশাসনের লোকজন এসে ঘটনার সত্যতা পায়৷

https://p.dw.com/p/4aw9i
আরো পোস্ট দেখান