ভাষা আন্দোলেনের ৬০ বছর
২১ ফেব্রুয়ারি ২০১২তবে শহীদদের স্বপ্ন আজো পুরোপুরি পুরণ না হওয়ায় হতাশা রয়েছে সাধারণ মানুষের মধ্যে৷ আর রাজনীতিবিদরা এই দিনে যুদ্ধাপরাধী মুক্ত গণতান্ত্রিক এক বাংলাদেশ গঠনের কথা বলেছেন৷
কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের ঢল৷ মধ্যরাত থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত লাইন ধরে সব শ্রেনীর, সব বয়সের মানুষ শ্রদ্ধার্ঘ হাতে নত হন শহীদ মিনারের বেদিতে৷ শ্রদ্ধা জানান '৫২-এর ভাষা শহীদদের৷ যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন ২১শে ফেব্রুয়ারি৷ যাদের ত্যাগে আজ আমরা বাংলায় কথা বলি৷ বাংলা আমাদের মাতৃভাষা৷ আর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷
বাবা চান তার শিশুটিও যেন জানে এই আত্মত্যাগের কথা৷ জানে ভাষার জন্য সংগ্রামের কথা৷ বাংলা ভাষার প্রতি যেন তার জন্ম নেয় গভীর শ্রদ্ধা৷ তাই শহীদ মিনারে শিশুটিকেও নিয়ে আসা৷
কিন্তু ভাষা আন্দোলেনের ৬০ বছরেও শহীদদের স্বপ্ন পুরোপুরি পুরণ না হওয়ায় অনেকের মধ্যেই ক্ষোভ৷ তারা চান সর্বস্তরে বাংলার ব্যবহার আর শোষণ এবং দারিদ্র্যমুক্ত একটি দেশ৷
তবে আশা ছাড়েননি অনেকেই ৷ ভাষা সৈনিক আব্দুল মতিনসহ অনেকেই মনে করেন, শহীদদের স্বপ্ন পুরণ হবেই৷ বাংলা তার মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হবে৷
শহীদ মিনারে ফুল দিতে এসে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির এক গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নের কথা বলেন৷ আর আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশের কথা৷
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান বিদেশী নাগরিকরাও৷
মধ্যরাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার শ্রদ্ধার্ঘ অর্পণের মধ্য দিয়ে শহীদ দিবসের কর্মসুচি শুরু হয়৷এর পর সারাদিন লাখো মানুষের শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনার৷ বাঙালির স্মৃতির মিনার৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক