বার্লিনালে ২০১৩
১৩ জানুয়ারি ২০১৩ইরানে নিষিদ্ধ ঘোষিত পরিচালক জাফর পানাহির একটি নতুন ছবি এবার প্রদর্শন করা হবে বার্লিনালেতে৷ ছবির নাম ‘পর্দা'৷ পানাহি এবং অপর ইরানি পরিচালক কম্বোজিয়া পার্টোভি যৌথভাবে ছবিটি নির্মাণ করেছেন৷
এর আগে পানাহির ছবি ‘দ্য সার্কেল এন্ড অফসাইড' তাঁকে বিশ্বব্যাপী সুখ্যাতি এনে দেয়৷ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে তাঁর এই ছবিটি রাখা হয়েছিল৷ তবে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর বিরোধ চলছে৷ সেদেশের কর্তৃপক্ষ পানাহিকে ছয় বছরের কারাদণ্ড এবং যেকোন ধরনের চলচ্চিত্র নির্মাণ, চিত্রনাট্য তৈরি, সাক্ষাৎকার প্রদান বা ইরান ত্যাগের উপর ২০ বছরের নিষেধাজ্ঞা জারী করেছে৷
আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্প সূত্রগুলো অবশ্য ধারণা করছে, পানাহির উপর এসব শাস্তি এখনো কার্যকর হয়নি৷ একজন মুখপাত্র এই বিষয়ে জানিয়েছেন, পানাহি এবং পার্টোভি সর্বশেষ ছবিটি কিভাবে তৈরি করেছেন, সেসম্পর্কে কোন তথ্য বার্লিনালের কাছে নেই৷ ২০১১ সালে তিনি ‘দিস ইজ নট এ ফিল্ম' শীর্ষক ভিডিও ডায়েরিটি অবৈধভাবে তৈরি করেছিলেন৷
এখানে বলা প্রয়োজন, পানাহির উপর ইরান সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদে সবসময়েই সরব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং চলচ্চিত্র সংস্থাগুলো৷ পাশাপাশি অন্যান্য ইরানি চলচ্চিত্র নির্মাতাদেরকেও সমর্থন অব্যাহত রেখেছ আন্তর্জাতিক সম্প্রদায়৷ ২০১১ সালে নজিরবিহীনভাবে বার্লিনালের সবগুলো প্রথম সারির পুরস্কার প্রদান করা হয় ইরানি পরিচালক আসগর ফরহাদিকে৷ ‘এ সেপারেশন' ছবির জন্য এসব পুরস্কার জয় করেন তিনি৷
এক বছর পর, ইরানের প্রথম ছবি হিসেবে একাডেমী অ্যাওয়ার্ড জয় করে ‘এ সেপারেশন'৷ সেরা বিদেশি চলচ্চিত্র বিভাগে এই সম্মাননা অর্জন করে ছবিটি৷
উল্লেখ্য, ১৯৫১ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হয়৷ ১৯৭৮ সাল থেকে প্রতি বছরের ফেব্রুয়ারি মাসে এই উৎসবের আয়োজন করা হচ্ছে৷ বিশ্বের নামিদামী চলচ্চিত্র পরিচালক, শিল্পী এবং কলাকুশলীরা নিয়মিত অংশ নেন এই উৎসবে৷
এআই / এসিবি (ডিপিএ)