বার্সেলোনাকে ফুটবল খেলা শেখালো বায়ার্ন
২৪ এপ্রিল ২০১৩বার্সেলোনার মতো দলকে ৪-০ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকেই চমকে দিয়েছে বায়ার্ন মিউনিখ৷ কেউ কেউ বলছেন, সাম্প্রতিক সময়ে যে দল বিশ্বকে একের পর এক চমক দেখিয়েছে এবার তারা নিজেরাই চমকে গেছে৷ বার্সেলোনাকে ফুটবলের নতুন শিক্ষা দিয়েছে বায়ার্ন, এমন বক্তব্য রয়টার্সের৷
বায়ার্নের কর্তৃত্ব মেনে নিয়েছেন বার্সার কোচ, খেলোয়াড় থেকে শুরু করে সবাই৷ সহকারী কোচ জোর্দি রুরার মন্তব্য, ‘‘বায়ার্নকে অভিনন্দন জানাচ্ছি৷ তারা সত্যিই খুব শক্তিশালী দল৷'' মেসির মন্তব্য, ‘‘বায়ার্ন বুঝিয়ে দিয়েছে যে তারা আমাদের চেয়ে বেশি শক্তিশালী৷ তারা আমাদের সব বিভাগেই হারিয়েছে৷'' খেলার ফলটাকে মেসির কাছে লজ্জাজনক মনে হয়েছে৷
বায়ার্ন চেয়ারম্যান কার্ল-হাইনৎস রুমেনিগে বলছেন, এমন রাত তাঁর জীবনে আর আসেনি৷ ‘‘আমরা আজকে দারুণ খেলেছি,'' বলছেন তিনি৷
বায়ার্নের রোবেন বলছেন, ‘‘গত কয়েক বছর ধরে ইউরোপীয় ফুটবলে প্রভাব বিস্তার করে আছে বার্সেলোনা৷ তাদের বিরুদ্ধে এত বড় ব্যবধানের জয় অবিশ্বাস্য৷''
তবে কিছুটা সংযত প্রতিক্রিয়া জানিয়েছেন বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কেস৷ তিনি বলছেন, ‘‘অবশ্যই আমরা খুশি৷ বিশেষ করে এত ভালোভাবে জিতে৷ তবে আমাদের সামনে এখনো ৯০ মিনিট খেলা আছে৷''
রেফারির সিদ্ধান্ত নিয়ে আলোচনা
বায়ার্নের দ্বিতীয় ও তৃতীয় গোলের সময় রেফারির সিদ্ধান্ত নিয়ে বার্সার কয়েকজন খেলোয়াড় ও স্প্যানিশ গণমাধ্যমে কিছুটা সমালোচনা শোনা গেছে৷ ‘মুন্ডু ডেপোর্টিভো' পত্রিকার হিসেবে প্রথম তিনটা গোলই অফসাইড ও ফাউলের কারণের বাদ দেয়া যেত৷ অবশ্য পত্রিকাটা এটাও স্বীকার করেছে যে, বায়ার্নকে দুটো পেনাল্টি দেয়া হয়নি৷ বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে অবশ্য রেফারিকে কোনো দোষ দিতে চাননি৷ তিনি বলেছেন, ‘‘খেলার ফলের উপর রেফারির কোনো প্রভাব ছিল না৷ তারা (বায়ার্ন) আমাদের চেয়ে ভালো ফুটবল খেলেছে৷ তাই তারা জিতেছে৷''
‘অসম্ভব'
প্রথম লেগে ৪-০ গোলে হেরে পরবর্তী রাউন্ডে যাওয়ার কোনো ইতিহাস চ্যাম্পিয়নস লিগে ঘটেনি৷ বার্সা সেটা করতে পারবে কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে৷ মেসি স্বীকার করছেন এই অবস্থায় ফাইনালে যাওয়াটা কঠিন হবে৷ তবে হাল ছেড়ে দিতে রাজি নন তিনি৷ জেরার্ড পিকের কাছে মনে হচ্ছে ফাইনালে যাওয়াটা ‘প্রায় অসম্ভব৷' সহকারী কোচ রুরার মতে পরিস্থিতিটা কঠিন৷ তবে ন্যু ক্যাম্পে বার্সা জেতার চেষ্টা করবে বলে জানান তিনি৷ ‘মুন্ডু ডেপোর্টিভো' বিষয়টা নিয়ে পাঠকদের মধ্যে একটা জরিপ চালিয়েছে৷ মাত্র ১৯ শতাংশ উত্তরদাতা মনে করছেন বার্সা হয়তো ফাইনালে যেতে পারে৷
আপনি কি মনে করছেন?
জেডএইচ/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)