1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি-পুলিশ সংঘর্ষ: দেড় হাজার নেতাকর্মী আসামি

২৭ অক্টোবর ২০২১

ঢাকার নয়া পল্টনে মঙ্গলবার বিএনপির ‘শান্তি সমাবেশের' কর্মসূচির পর পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বুধবার পল্টন থানায় একটি মামলা হয়েছে৷

https://p.dw.com/p/42E8y
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ‘শান্তি সমাবেশের' কর্মসূচি শেষে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে৷ছবি: bdnews24.com

এতে বিএনপি ও ছাত্রদলের ‘দেড় হাজার নেতাকর্মীকে’ আসামি করা হয়েছে বলে পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া জানান৷ বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘‘আটক ৫০জনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে৷’’

Aktivisten Bangladesh Nationalists Party in Dhaka
মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ‘শান্তি সমাবেশের' কর্মসূচিতে কর্মীরাছবি: bdnews24.com

মামলায় পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা ও অবৈধ সমাবেশের অভিযোগ আনা হয়েছে৷

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ‘শান্তি সমাবেশের' কর্মসূচি শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে কাকরাইলের দিকে এগোলে নাইটিঙ্গেল মোড়ের কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে৷

বিএনপির নেতাকর্মীরা পুলিশের দিকে ঢিল ছুড়লে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ছুঁড়ে ও লাটিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়৷

জেডএইচ/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য