1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত

২৭ সেপ্টেম্বর ২০১৯

মিয়ানমার থেকে নৌকায় করে বাংলাদেশে ঢোকার চেষ্টারত রোহিঙ্গাদের সঙ্গে বিজিবির বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন বলে কর্মকর্তারা বলছেন৷ মৃতদেহের সঙ্গে ৭০ হাজার ইয়াবা পাওয়া গেছে বলে জানিয়েছে বিজিবি৷

https://p.dw.com/p/3QMEn
সীমান্তে প্রহরায় বিজিবি সদস্য (ছবিটি ২০১৭ সালের ২৬ আগস্ট তোলা)ছবি: Reuters/M. P. Hossain

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির কমান্ডিং অফিসার মোহাম্মদ ফয়সাল হাসান খান জানিয়েছেন, শুক্রবার সকালে সীমান্ত এলাকায় একদল রোহিঙ্গা নৌকা করে নদী পার হচ্ছিলেন৷ সেই সময় বিজিবির সদস্যরা তাঁদের সমর্পণ করার আহ্বান জানান৷ ‘‘কিন্তু তা না করে তাঁরা গুলি চালায়,’’ বলে রয়টার্সকে জানান ফয়সাল হাসান৷ তিনি বলেন, ‘‘হামলা, পালটা হামলা শেষে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে দুজন রোহিঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন৷’’

স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়৷

বিজিবি বলছে, দুই মৃতদেহ থেকে একটি রাইফেল ও বুলেটসহ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে৷

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হাসান জানিয়েছেন, জানুয়ারি থেকে এ পর্যন্ত বন্দুকযুদ্ধে ৪৪ জন রোহিঙ্গা নিহত হয়েছেন৷ ‘‘তাঁরা সবাই মাদক পাচার, ডাকাতি, মানবপাচার ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন,’’ বলে জানান তিনি৷

রয়টার্সকে তিনি বলেন, ‘‘গত কয়েক মাসে রোহিঙ্গাদের একটি অংশ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছেন৷ এদের মধ্যে কয়েকজন বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন৷’’

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস জানিয়েছেন, রোহিঙ্গাদের সঙ্গে বন্দুকযুদ্ধে কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন৷

এদিকে, রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো এসব হত্যার তদন্তের দাবি জানিয়েছেন৷ ‘‘আমরা কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সমর্থন করি না৷ তাই বলে আমরা এমন হত্যাকাণ্ডও সমর্থন করতে পারি না৷ এ ধরনের হত্যার তদন্তের দাবি জানাচ্ছি আমরা,’’ বলেন টেকনাফের কুতুপালং ক্যাম্পের আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের মহাসচিব সৈয়দ উল্লাহ৷ ‘‘স্থানীয় মানুষের সহায়তা ছাড়া রোহিঙ্গারা এসব করতে পারেন না,’’ বলেও মন্তব্য করেন তিনি৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)