২৪ ডলার থেকে ৫ লাখ ইউরো!
৩১ অক্টোবর ২০১৩বয়স মাত্র ২৯ বছর৷ প্রকৌশলী ক্রিস্টোফার কোচের স্বপ্ন ছিল একটি অ্যাপার্টমেন্ট কেনার৷ অদ্ভুতভাবে কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়েছে তাঁর৷ চার বছর আগে কিনেছিলেন ২৪ ডলার মূল্যের ৫,০০০ বিটকয়েন৷ এ বছরের এপ্রিলে হঠাৎ তাঁর চোখ পড়ে একটি প্রতিবেদনে, যেখানে লেখা ছিল বিটকয়েনের মূল্য বেড়েছে৷ এতদিন এ সম্পর্কে কোনো খেয়াল না করায় ভুলে বসেছিলেন পাসওয়ার্ড – যা মনে করতে তাঁর সময় লেগেছিল পুরো একটা দিন৷ এরপর যখন পাসওয়ার্ড মনে পড়ল, তখন বিটকয়েনগুলো অর্থে পরিবর্তন করতে গিয়ে দেখেন এগুলোর দাম দাঁড়িয়েছে ৫ লাখ ইউরোতে৷ এর থেকে ১ লাখ ৩৫ হাজার ইউরো খরচ করে কিনে ফেলেছেন অ্যাপার্টমেন্ট৷
২০০৮ সালে বিটকয়েন আবিষ্কার করেন কম্পিউটার বিজ্ঞানী সাতোশি নাকামোতো এটি তাঁর ছদ্মনাম৷ বিটকয়েন ব্যবহার করে অনলাইনে খুব সহজে কেনা-বেচা করা যায়৷
বিটকয়েনের ‘প্রথম' এটিএম
মঙ্গলবার বিটকয়েনের ‘প্রথম' এটিএম বুথের উদ্বোধন হলো ক্যানাডার ভ্যানকুভারে৷ তিন তরুণ উদ্যোক্তা একটি কফিশপে এটির উদ্বোধন করেন৷ স্থানীয় যেকোনো মুদ্রায় পরিবর্তন করা সম্ভব এই বিটকয়েন৷ উদ্বোধনের পরেই বিটকয়েনের ক্রেতারা এটিএম থেকে কয়েন কিনে স্মার্টফোন ব্যবহার করে কফি ও স্ন্যাকস কিনতে থাকেন৷
বুথের অন্যতম মালিক এবং স্থানীয় উদ্যোক্তা মিশেল দিমিটার গত কয়েক বছর ধরেই বিটকয়েন ব্যবসার সাথে জড়িত৷ তিনি জানালেন, এটা বিশ্বের প্রথম বিটকয়েন এটিএম৷
এটিএম বুথের অন্য দুই মালিক দিমিটারের স্কুলজীবনের বন্ধু৷ তাঁরা জানালেন, সবাই এখন ওয়েবসাইটেই কেনা-বেচার কাজটা করে, তাই তাঁরা এ উদ্যোগ নিয়েছেন৷ একটি পিন নাম্বার থাকবে যেটি এটিএম এ প্রবেশ করিয়ে বিটকয়েন অনুযায়ী অর্থ তুলে নিতে পারবে বা জমা করতে পারবে কোনো ব্যক্তি৷ মেশিন সেই অর্থ ইন্টারনেটের মাধ্যমে ক্যানাডিয়ান ভার্টএক্স এক্সচেঞ্জে পাঠিয়ে দিবে৷ বর্তমানে একটি বিটকয়েনের মূল্য ২০০ ডলার৷
জার্মানি প্রথম
জার্মানি বিশ্বের প্রথম দেশ যারা এ বছর বিটকয়েনকে ব্যক্তিগত মুদ্রা বা ‘প্রাইভেট কারেন্সি' হিসেবে ঘোষণা করেছে৷ সান ফ্রান্সিসকো, বার্লিন এবং আর্জেন্টিনায় ব্যাপক সমাদৃত এখন বিটকয়েন৷ অনলাইন কোম্পানিগুলো এখন এটা নিয়েই কাজ করছে৷
এপিবি/জেডএইচ (এএফপি)