বিদেশি শিক্ষার্থীদের জন্য টিউশন ফি?
২২ নভেম্বর ২০১৭ইমকে আলেন বিষয়টি এখনো বিশ্বাস করতে পারছেন না৷ বাডেন-ভুর্টেমব্যার্গ রাজ্যে বিদেশি শিক্ষার্থীদের জন্য টিউশন ফি চালুর পর ‘বিপর্যয়' ঘটেছে বলে মনে করেন তিনি৷ আর সেই বিপর্যয় দেখার পরও নর্থ রাইন ওয়েস্টফেলিয়া বা এনআরডাব্লিউ রাজ্য কেন এই ফি চালু করতে চাচ্ছে, তা কোলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন আসতা'র নির্বাহী কমিটির প্রধান ইমকে আলেনের বোধগম্য হচ্ছে না৷
আলেন কোনোরকম রাখঢাক না রেখেই প্রস্তাবটির সমালোচনা করে বলেছেন, ‘‘এই নির্বুদ্ধিতার অবসান হওয়া উচিত৷''
আলেন যে প্রস্তাবকে ‘নির্বুদ্ধিতা' মনে করছেন, সেই প্রস্তাবটি করেছেন ইসাবেল ফাইফার-পয়েন্সগেন৷ এনআরডাব্লিউ রাজ্যের বিজ্ঞানমন্ত্রী তিনি৷ তাঁর এই প্রস্তাব শুরুতে অনেককেই বিস্মিত করে৷ রাজ্য সরকারের জোট, অর্থাৎ রক্ষণশীল খ্রিষ্টীয় গণতন্ত্রী এবং উদারপন্থি মুক্ত গণতন্ত্রীদের মধ্যে যে চুক্তি হয়েছে, তাতে সামগ্রিকভাবে টিউশন ফি তুলে দেয়ার কথা উল্লেখ রয়েছে৷
তবে ফাইফার-পয়েন্সগেন মনে করেন, ‘‘ইইউভুক্ত নয় এমন সব দেশের শিক্ষার্থীরাজার্মানির অবকাঠামো ব্যবহার করছে এবং ভালো শিক্ষা পাচ্ছে৷ তাই তাদের এ খাতে যে ব্যয় হচ্ছে তাতে অবদান রাখা উচিত৷''
বাড়তি আয়
আলেন এবং রাজ্যমন্ত্রী উভয়েই বাডেন-ভুর্টেমব্যার্গ রাজ্যে টিউশন ফি চালুর পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন৷ চলতি বছরের শুরুতে বিদেশি শিক্ষার্থীদের জন্য এই ফি চালু করে রাজ্যটি৷ সেখানে এখন একজন আন্তর্জাতিক শিক্ষার্থীকে প্রতিবছর তিন হাজার ইউরো প্রদান করতে হয়৷ এনআরডাব্লিউও যদি একই ফি চালু করে, তাহলে রাজ্যের ভাণ্ডারে বড় অংকের অর্থ জমা হবে৷ টাকার হিসেবে যা বছরে দু'শ' মিলিয়ন ইউরোর বেশি৷ জার্মানির সবচেয়ে জনাকীর্ণ রাজ্যটির ৭৪০,১৫৪ জন শিক্ষার্থীর মধ্যে ৬৭,৬০৯ জন ইইউভুক্ত দেশের নয়৷ তাদের অধিকাংশই এসেছেন তুরস্ক (১৪,১০৪ জন), চীন (৮,৪৮৩) এবং ভারত (৩,৯৫৭) থেকে৷
তবে বাস্তবতা ভিন্ন
আলেন সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেন যে, টিউশন ফি চালু হলে এনআরডাব্লিউ রাজ্যে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা খুব দ্রুত কমে যেতে পারে৷ অন্তত বাডেন-ভুর্টেমব্যার্গে সেরকমই ঘটেছে৷ রাজ্যটির সাতটি জনপ্রিয় ইন্সটিউটের এক তৃতীয়াংশ বিদেশি শিক্ষার্থী ইতোমধ্যে কমে গেছে বলে জানান তিনি৷
এনআরডাব্লিউ-র বিজ্ঞানমন্ত্রীও বিষয়টি বোঝেন৷ তিনি জানিয়েছেন, বাডেন-ভুর্টেমব্যার্গের পরিস্থিতি মূল্যায়নের পর তিনি হয়ত তাঁর প্রস্তাবে কিছুটা পরিবর্তন আনতে পারেন৷ আর সেক্ষেত্রে গরিব দেশগুলোর শিক্ষার্থীদের টিউশন ফি দেয়া থেকে বিরত রাখা হতে পারে৷
উল্লেখ্য, বাডেন-ভুর্টেমব্যার্গে টিউশন ফি-র বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে৷ রাজ্যটির চারটি প্রশাসনিক জেলায় এর বিরুদ্ধে মামলা করেছেন শিক্ষার্থীরা৷
ডানিয়েল হাইনরিশ/এআই