1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিখোঁজ বিমানের একশ দিন

১৬ জুন ২০১৪

একশ দিন হয়ে গেল, অথচ মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির এখনো সন্ধান মেলেনি৷ তবে হাল ছাড়েনি মালয়েশিয়া সরকার৷ দেশটির যোগাযোগ মন্ত্রী জানিয়েছেন, বিমানটি খুঁজে না পাওয়া পর্যন্ত অনু্সন্ধান কার্যক্রম চলবে৷

https://p.dw.com/p/1CJ74
ছবি: Wang Zuozhongyou

গত ৮ই মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ বিমান৷ এমএইচ৩৭০ ফ্লাইটের বিমানটিতে ২৩৯ জন যাত্রী ছিলেন৷ যাত্রীসমেত বিমানটি রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর থেকেই চলছে অনুসন্ধান কার্যক্রম৷ অনেক নাটকীয়তার জন্ম দিলেও অনুসন্ধানের ফল এখনও শূন্য৷ এখনো খুঁজে পাওয়া যায়নি বিমানটি৷

বিমানটি নিখোঁজ হওয়ার একশ দিন পূর্তিতে সোমবার এক বিবৃতির মাধ্যমে মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রী হিশাম উদ্দীন হুসেইন জানিয়েছেন বিমান খুঁজে বের করার চেষ্টা চলবে৷ তিনি বলেন, ‘‘একশ দিন ধরে বিমানটি নিখোঁজ৷ এ ক্ষতি মালয়েশিয়ানদের হৃদয়ে এখনো ব্যথা হয়ে আছে৷ বিমানটি খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা অনুসন্ধান চালিয়ে যাবো৷''

নিখোঁজ যাত্রীদের স্বজনরা শুরু থেকেই অনুসন্ধানে মালয়েশিয়ান সরকারের পদক্ষেপের সমালোচনা করে আসছেন৷ অস্ট্রেলিয়া, চীন, যুক্তরাষ্ট্রসহ আরো কিছু দেশ অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করলেও এখনো কোনো সুফল পাওয়া যায়নি৷ ফলে নিখোঁজদের স্বজনদের হতাশা বেড়েই চলেছে৷ তবে মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রী জানিয়েছেন, নিখোঁজদের স্বজনদের যন্ত্রণা শুধু তাঁদের নয়, সরকারেরও, তাই অনুসন্ধানে কোনো রকমের শৈথিল্য আসার সম্ভাবনা নেই৷ এ সময় বিমান খুঁজে বের করার কাজে তৎপর হওয়ার জন্য অস্ট্রেলিয়া, চীন এবং যুক্তরাষ্ট্রসহ আরো কিছু দেশকে ধন্যবাদও জানিয়েছেন তিনি৷

মালয়েশিয়া সরকার এ পর্যায়ে অনুসন্ধানে নতুন কোনো পরিকল্পনার কথা ভাবছে কিনা সে বিষয়ে কিছু জানাননি যোগাযোগ মন্ত্রী হিশাম উদ্দীন হুসেইন৷ মালয়েশিয়ান এয়ারলাইন্সের সিইও আহমাদ জওহারি ইয়াহিয়াও এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা বোয়িং ৭৭৭ বিমানটি খুঁজে বের করায় তাঁরা বদ্ধপরিকর৷ কবে নাগাদ বিমান নিখোঁজ হওয়ার রহস্যের জট খোলে সেটাই এখন দেখার বিষয়৷

এসিবি/এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য