বিশ্বকাপের আগে অলিম্পিকও আয়োজন করতে চায় কাতার
২৬ আগস্ট ২০১১আরব উপদ্বীপের ক্ষুদ্র দেশ কাতার৷ আয়তন ১১ হাজার বর্গ কিলোমিটারের সামান্য বেশি৷ জনসংখ্যা প্রায় ১৬ লক্ষ, যার মধ্যে সিংহভাগই বিদেশি৷ চারিদিকেই মরুভূমি, রুক্ষ ধুধু প্রান্তর৷ গ্রীষ্মকালে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠে যায়৷ কিন্তু সেদেশের শাসক গোষ্ঠী সব প্রতিবন্ধকতা কাটিয়ে বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তোলার কাজে ব্যস্ত৷
ক'দিন আগেই এশীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছিল সেদেশ৷ ইতিমধ্যেই কাতার ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল আয়োজনের দায়িত্ব পেয়ে গেছে, যদিও সেই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক এখনো কাটে নি৷ তার আগে ২০২০ সালের অলিম্পিক প্রতিযোগিতাও আয়োজন করতে চায় দোহা৷ ২০১৬ সালের অলিম্পিক আয়োজনের দায়িত্ব পাওয়ার চেষ্টা করেও সেদেশ ব্যর্থ হয়েছিল৷ তবে গ্রীষ্মে যেহেতু তাপমাত্রা বেশি থাকে, তাই জুলাই-অগাস্টের বদলে অক্টোবর-নভেম্বরে অলিম্পিকের আসর বসানোর বিশেষ অনুরোধ জানিয়েছে সেদেশ৷ কিন্তু সমস্যা হলো, সেসময়ে ইউরোপীয় ফুটবল লিগ'এর মতো কিছু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ ফলে জাতীয় দলগুলির পক্ষে সব খেলোয়াড়দের কাছে পাওয়া কঠিন হয়ে উঠতে পারে৷
দক্ষিণ কোরিয়ার দেগু শহরে শুক্রবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবিষয়ে আলোচনা করেছে৷ মনে রাখতে হবে, এখনো ২০২০ সালের অলিম্পিকের আয়োজক দেশ স্থির হয় নি৷ কাতারের রাজধানী দোহা ছাড়াও প্রতিযোগিতার দৌড়ে রয়েছে রোম, টোকিও, মাদ্রিদ ও ইস্তানবুল৷ কিন্তু শুধুমাত্র গরম আবহাওয়ার কারণে দোহার প্রার্থিতা যাতে বাতিল না হয়, তা নিশ্চিত করতে চায় কাতার৷ আইওসি প্রেসিডেন্ট জাক রগে বলেছেন, কাতার অলিম্পিক আয়োজনের সুযোগ পাবে কি না, তা এখন প্রকাশ্যে জানানো হচ্ছে না৷ তিনি এপ্রসঙ্গে আন্তর্জাতিক অ্যাথলেটিক ফেডারেশনগুলির কেন্দ্রীয় সংগঠনের মতামত জানতে চান৷
আগামী ১লা সেপ্টেম্বরের মধ্যে ২০২০ সালের অলিম্পিক প্রতিযোগিতা আয়োজনের আবেদনপত্র জমা দিতে হবে৷ ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক