1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বব্রহ্মাণ্ডের নাগাল পেতে আরও শক্তিশালী টেলিস্কোপ

২৬ এপ্রিল ২০১৯

গত কয়েক দশকে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে একের পর এক টেলিস্কোপ মহাকাশের প্রত্যন্ত অংশকেও বিজ্ঞানীদের পর্যবেক্ষণের আওতায় এনে দিচ্ছে৷ এবার ইউরোপের এক টেলিস্কোপ এক্ষেত্রে বড় এক অভাব পূরণ করছে৷

https://p.dw.com/p/3HTop
ছবি: BR

২৩ মিটার ব্যাস ও ৪৫ মিটার দীর্ঘ এই টেলিস্কোপের পোশাকি নাম ‘লার্জ সাইজড টেলিস্কোপ নাম্বার ওয়ান'৷ অত্যন্ত শক্ত অথচ হালকা কার্বন তন্তু দিয়ে সেটি তৈরি করা হয়েছে৷ ফলে সেটি অত্যন্ত দ্রুত ঘোরানো যেতে পারে, এতকাল যা সম্ভব ছিল না৷

মিউনিখ শহরের বিজ্ঞানীরা এই প্রকল্প রূপায়ণে অগ্রণী ভূমিকা পালন করেছেন৷ মাক্স প্লাংক ইনস্টটিউটের বাগানে গবেষকরা এক পরীক্ষামূলক নকল গড়ে তুলেছেন৷ সেখানেই তাঁরা গোটা কাঠামোর খুঁটিনাটি বৈশিষ্ট্যগুলি প্রয়োজন অনুযায়ী রদবদল করেছেন, যাচাই করে দেখেছেন৷ এ যেন জ্যোতির্বিজ্ঞানীদের এক জিম! ডেভিড গ্রিন এই প্রকল্পের সঙ্গে যুক্ত৷ তিনি বলেন, ‘‘আমরা কার্বন তন্তু দিয়ে তৈরি কাঠামোয় লেন্স বসানোর সব সম্ভাবনা পরীক্ষা করে দেখেছি৷ তাছাড়া ডিস্কের উপর বসানোর জন্য নতুন এক সরঞ্জাম তৈরি করেছি৷ এখানে সেটি পরীক্ষা করে তার কার্যকারিতা নিশ্চিত করেছি৷ ফলে লা পালমা-য় গিয়ে সেখানে শুধু মূল বস্তুটি বসালেই চলবে৷''

তিন বছর ধরে ১০০ সদস্যের এক আন্তর্জাতিক টিম প্রায় ৪০ কোটি ইউরো মূল্যের এই প্রকল্পে অংশ নিয়েছেন৷ বিশাল এই টেলিস্কোপ পৃথিবীর বায়ুমণ্ডলে গামা রশ্মির বিকিরণ পরিমাপ করতে পারে৷ এই রশ্মি বিশ্বব্রহ্মাণ্ডের গভীরের বার্তা বহন করে৷ যেমন অন্য কোনো ছায়াপথে নক্ষত্রের বিস্ফোরণ ঘটলে অবিশ্বাস্য দূরত্ব অতিক্রম করে গামা রশ্মি সেই বার্তা পৃথিবী পর্যন্ত পৌঁছে দেয়৷ এই প্রকল্পে গবেষণার এই ক্ষেত্রটি নতুন মাত্রা পাচ্ছে৷

ডেভিড গ্রিন নিজে লা পালমায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ তিনি সেখানকার পরিবেশ সম্পর্কে বেশ উচ্ছ্বসিত৷ ডেভিড বলেন, ‘‘অনুষ্ঠানের অর্ধেক অংশ পার্টি, বাকি অর্ধেক বৈজ্ঞানিক সম্মেলনের মতো ছিল৷ প্রথম টেলিস্কোপের কাজ শেষ হবার পর সবাই খুবই উত্তেজিত ছিলেন৷ তবে আমরা এ বিষয়ে সচেতন, যে এখনো অনেক কাজ বাকি আছে৷ নির্ভুলভাবে তথ্য বিশ্লেষণ করতে হবে, ক্যামেরা ঠিকমতো চালু রাখতে হবে, সবকিছু ঠিকমতো চলতে হবে৷''

যে সব বিজ্ঞানীরা বিশেষ এই ক্ষেত্রে সক্রিয় ছিলেন, এখনো পর্যন্ত তাঁদের দৃষ্টিশক্তি সীমিত ছিল বলা চলে৷ নতুন ‘লার্জ সাইজ টেলিস্কোপ' তাঁদের দূরের বস্তু দেখার সুযোগ করে দিচ্ছে৷ এই ক্ষমতা অর্জন করা অত্যন্ত জরুরি ছিল৷ ইউরোপের নতুন এই পর্যবেক্ষণ কেন্দ্র ২০৪৮ সাল পর্যন্ত তথ্য সংগ্রহ করবে বলে আশা করা হচ্ছে৷

মাটিয়াস ফ্লাসকাম্প/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান