বুন্ডেসলিগা
২২ আগস্ট ২০১২এই যেমন মার্কো রয়েসের কথাই ধরুন৷ তরুণ এই মিডফিল্ডারের ওপর এবার বুন্ডেসলিগার স্পটলাইটটা ধরা আছে৷ এবারের লিগের সবচেয়ে বেশি ‘ট্রান্সফার ফি' জার্মান জাতীয় দলের খেলোয়াড় রয়েসের৷ বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখের এই খেলোয়াড়কে দলে ভেড়াতে ১৭ মিলিয়ন ইউরো খরচ করেছে বোরুসিয়া ডর্টমুন্ড৷ টানা দুইবার লিগ টাইটেল জিতেছে ডর্টমুন্ড৷ তাই এখন তাদের পকেটও বেশ গরম৷ লিগ টাইটেল ধরে রাখতে তাই উঠতি সেরা খেলোয়াড়কেই কিনে নিলো ইয়ুর্গেন ক্লপের দল৷
তবে এত বড় খরচ কিন্তু তারা আবার অন্যদিকে পুষিয়েও নিয়েছে৷ দলের অন্যতম খেলোয়াড় জাপানের শিনজি কাগাওয়া এবার পাড়ি দিয়েছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে৷ আর তাঁকে কিনতে ডর্টমুন্ডকে ১৫ মিলিয়ন ইউরো দিতে হয়েছে ম্যান ইউকে৷
এদিকে এবার যে কোনোভাবে লিগ শিরোপা পেতে চায় বায়ার্ন মিউনিখ৷ দলে আছে রিবেরি আর রবেনের মতো স্টার খেলোয়াড়৷ তার সঙ্গে এবার বাজেল থেকে সাড়ে ১১ মিলিয়নেরও বেশি ইউরো খরচ করে তারা নিয়ে এসেছে সুইস খেলোয়াড় জেরদান শাকিরিকে৷ আর তার চেয়েও বেশি খরচ করেছে তারা ক্রোয়েশিয়ার খেলোয়াড় মারিও মান্ডজুকিচকে কিনতে৷ ভোল্ফসবুর্গের এই খেলোয়াড়কে তারা কিনেছে ১৩ মিলিয়ন ইউরো দিয়ে৷ পয়সা খরচের দিক থেকে বরাবরই বুন্ডেসলিগায় সবার চেয়ে এগিয়ে থাকে বায়ার্ন মিউনিখ৷ এবারও তার ব্যতিক্রম নয়৷
ওদিকে জার্মান তারকা মিশায়েল বালাক এবার আর খেলছেন না বায়ার লেভারকুজেনে৷ গত কয়েকটি মৌসুম এখানে কাটানোর পর, আর তাঁকে রাখছে না লেভারকুজেন৷ তবে বালাকের নতুন ঠিকানা কোথায় - সেটি এখনও জানা যায় নি৷ বুন্ডেসলিগার আরেক তারকা স্প্যানিশ জাতীয় দলের সাবেক অধিনায়ক রাউলও শালকে ছাড়ছেন৷ তাঁর নতুন ঠিকানা হচ্ছে কাতারের ক্লাব আল সাদ৷
আরআই / ডিজি (ডিপিএ)