1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ড্র করলো ফ্রাংকফুর্ট, ফ্যুর্থ

ডেভিড রাইশ/এআই৩ নভেম্বর ২০১২

বুন্ডেসলিগায় সদ্য উত্তীর্ণ আইনট্রাখ্ট ফ্রাংকফুর্ট এবং গ্রয়েথার ফ্যুর্থ নিজেদের মধ্যকার ম্যাচটি ড্র করেছে৷ ফ্রাংকফুর্ট শুরুতে গোল করে এগিয়ে গেলেও খেলার দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়ে আনে ফ্যুর্থ৷

https://p.dw.com/p/16cHN
ছবি: picture-alliance/dpa

শুক্রবারের খেলায় নেহায়েত ভাগ্যের জোরে ড্র করে ফ্রাংকফুর্ট৷ স্বাগতিক দলটির রক্ষণভাগ ছিল অত্যন্ত দুর্বল৷ ফলে প্রতিপক্ষের জন্য অনেক সম্ভাবনা তৈরি হয়৷ তা সত্ত্বেও অতিথিরা মাত্র একটি গোল করতে সক্ষম হয়৷

অবশ্য খেলা শুরুর মাত্র ২৫ সেকেন্ডে গোল করে এগিয়ে যায় ফ্রাংকফুর্ট৷ দলের মধ্যমাঠের খেলোয়াড় আলেকসান্ডা মায়া নীচু শটে বল জালে জড়ান৷ চলতি আসরে এখন পর্যন্ত দশ ম্যাচে সাত গোল করেছেন মায়া৷

গোল হজম করার পরই ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে ফ্যুর্থ৷ ফ্রাংকফুর্টের রক্ষণভাগকে এ সময় বেশ দুর্বল মনে হচ্ছিল৷ সে কারণে বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও অবশ্য পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ফ্যুর্থ৷

তবে দ্বিতীয়ার্ধে গোলের সন্ধান পায় তারা৷ সোল্টান স্টিবো চমৎকার শটে সমতা ফেরান ম্যাচে৷ প্রতিপক্ষের কেভিন ট্রাপ অবশ্য তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন৷ কিন্তু হাঙ্গেরিয়ান এই ফুটবলার প্রতিপক্ষের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে হালকা শটে বল পাঠিয়ে দেন জালে৷ এভাবেই সমতা ফেরে খেলায়৷

Eintracht Frankfurt - SpVgg Greuther Fürth
ছোট দুটি দল৷ ড্র হয়েছে তাদের ম্যাচছবি: picture-alliance/dpa

৫৫ মিনিটের মাথায় গোল করার পর বাভারিয়ানরা আরো গোলের সম্ভাবনা সৃষ্টি করে৷ কিন্তু গোলমুখে আক্রমণভাগের ব্যর্থতা আর ট্রাপের বাধার মুখে সেসব সুযোগ কাজে লাগাতে পারেনি ফ্যুর্থ৷

প্রসঙ্গত, বুন্ডেসলিগায় সদ্য উত্তীর্ণ ফ্রাংকফুর্ট এখন পর্যন্ত ভালো সাফল্য দেখিয়েছে৷ লিগের পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থান তাদের৷ গতবারের চ্যাম্পিয়ন বোরুসিয়া ডর্টমুন্ড এখন তাদের পেছনে৷ অন্যদিকে ফ্যুর্থের জন্য চলতি আসরটি খুব একটা ভালো যাচ্ছেনা৷ সদ্য উত্তীর্ণ দলটি রয়েছে পয়েন্ট তালিকার সতেরো নম্বরে৷ তালিকায় একেবারে নিচে থাকা এফসি আউগসবুর্গের ওপরে তারা৷ আর এই অবস্থানটুকুও এসেছে ফ্রাংকফুর্টের সঙ্গে ড্র করার পর৷

ফ্রাংকফুর্টের অধিনায়ক পেরমিন শ্যোয়েগলা অবশ্য ফ্যুর্থের সঙ্গে ড্র করায় হতাশ৷ তবে চলতি আসর সম্পর্কে সামগ্রিকভাবে আশাবাদী তিনি৷ শ্যোয়েগলা বলেন, ‘আমরা ইতিমধ্যে ২০ পয়েন্ট অর্জন করেছি৷ চলতি আসরে আমাদের লক্ষ্যমাত্রার অর্ধেক ইতিমধ্যেই পূরণ হয়েছে৷'

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান