1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্যজার্মানি

বেশির ভাগ জার্মান বাধ্যতামূলক করোনা টিকার পক্ষে

৫ নভেম্বর ২০২১

জার্মানিতে করোনা সংক্রমণ রেকর্ড মাত্রা ছোঁয়ার ফলে টিকা নিতে অনিচ্ছুক মানুষের প্রতি বৈরি মনোভাব বাড়ছে৷ অন্যদিকে টিকাপ্রাপ্তদের সিংহভাগ বুস্টার ডোজ নিতে আগ্রহী৷ সরকার গোটা দেশে সেই ব্যবস্থা করতে চাইছে৷

https://p.dw.com/p/42cQo
Deutschland Corona-Pandemie Impfzentrum Berlin-Tegel
ছবি: Soeren Stache/dpa/picture alliance

সবে নভেম্বর মাস শুরু হয়েছে৷ এখনো জাঁকিয়ে শীত পড়েনি৷ এরই মধ্যে জার্মানিতে প্রতি এক লাখ মানুষের মধ্যে করোনা সংক্রমণের গড় সাপ্তাহিক হার প্রায় ১৭০ ছুঁয়ে ফেলেছে৷ এমন প্রবণতা চলতে থাকলে শীতের আগামী মাসগুলিতে পরিস্থিতি যে ভয়াবহ হয়ে উঠবে, সে বিষয়ে আর সংশয় নেই৷ বিশেষজ্ঞরা বড়দিনের সময়ে আবার পুরোপুরি লকডাউনের আশঙ্কা করছেন৷

মূলত সুযোগ পেয়েও করোনা টিকা না নেওয়া মানুষের মধ্যেই সংক্রমণ মারাত্মক আকার ধারণ করছে৷ অনেক জায়গায় টিকাপ্রাপ্তদের মধ্যেও সংক্রমণ বাড়ছে৷ জার্মানির সরকার ও রাজনৈতিক দলগুলি শুরু থেকেই করোনা টিকা বাধ্যতামূলক করার সম্ভাবনা উড়িয়ে দিলেও বর্তমান কঠিন পরিস্থিতিতে এমন পদক্ষেপের পক্ষে জনসমর্থন বাড়ছে৷ জনমত সমীক্ষায় গত আগস্ট মাসে মাত্র ৪৬ শতাংশ এমন কড়া পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরা হলেও এখন ৫৭ শতাংশ করোনা টিকা বাধ্যতামূলক করার পক্ষে সওয়াল করছেন৷ ৩৯ শতাংশ এখনো এর বিরোধিতা করছেন৷ আগস্ট মাসে সেই মাত্রা ছিল ৫০ শতাংশ৷

জার্মানির আগামী সরকার গঠনের লক্ষ্যে যে তিন দল আলোচনা চালাচ্ছে, তাদের সমর্থকদের সিংহভাগও করোনা টিকা বাধ্যতামূলক করার পক্ষে৷ এসপিডি দলের ৭১ শতাংশ, সবুজ দলের ৫৬ শতাংশ ও এফডিপি দলের ৫৩ শতাংশ সমর্থক জনমত সমীক্ষায় এমন পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন৷ ফলে এই তিন দল সরকার গঠন করতে পারলে টিকার প্রশ্নে বাড়তি চাপের মুখে পড়বে৷

করোনা টিকার প্রশ্নে জার্মানির মানুষের মধ্যে বিভাজন চোখে পড়ার মতো৷ এখনো পর্যন্ত ‘মাত্র' ৬৭ শতাংশ মানুষ সুযোগের সদ্ব্যবহার করে টিকার সব প্রয়োজনীয় ডোজ নিয়েছেন৷ ইউরোপের অন্য অনেক দেশের তুলনায় সেই হার অত্যন্ত কম৷ বাকিদের কিছুতেই টিকা নিতে রাজি করানো যাচ্ছে না৷ সর্বশেষ জনমত সমীক্ষা অনুযায়ী টিকাপ্রাপ্তদের মধ্যে প্রায় ৭০ শতাংশ করোনা টিকার বুস্টার ডোজ নিতে আগ্রহী৷

করোনা সংক্রমণের চতুর্থ ঢেউ মোকাবিলার লক্ষ্যে জার্মানির বিদায়ী সরকার ও রাজ্য সরকারগুলির স্বাস্থ্যমন্ত্রীরা আলোচনা করছেন৷ বিদায়ী স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান বৃহস্পতিবার জানিয়েছেন,  সারা দেশজুড়ে করোনা টিকার বুস্টার ডোজের ব্যবস্থা করার পক্ষে ঐকমত্য দেখা যাচ্ছে৷ টিকার দ্বিতীয় ডোজের ছয় মাস পরেই সবার জন্য সেই সুযোগ করে দিতে স্বাস্থমন্ত্রী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা রাজি হয়েছেন৷ তবে এ ক্ষেত্রে বয়স্ক ও বিশেষ ঝুঁকিপূর্ণ মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে৷ এমন সিদ্ধান্ত কার্যকরার করার ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা চলছে৷ বড় আকারের টিকাদান কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে ভাবনাচিন্তা করতে হচ্ছে৷ জার্মানিতে এখনো নতুন জোট সরকার গঠিত না হওয়ায় অনিচ্ছা সত্ত্বেও বিদায়ী সরকারকেই জরুরি সিদ্ধান্ত নিতে হচ্ছে৷

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য