ব্রেগা আর উজালা, আরো দুটি শহর বিদ্রোহীদের দখলে লিবিয়ায়
২৭ মার্চ ২০১১শনিবারও সারারাত ফরাসি বিমানের বোমা লিবিয়ায়
ফ্রান্স রবিবার সকালে জানিয়েছে, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত লিবিয়ার বিমানবাহিনীর পাঁচটি জঙ্গিজেট আর দু'টি হেলিকপ্টার ধ্বংস করেছে ফরাসি বাহিনী৷ তবে এই হামলা হয়েছে বিদ্রোহীদের দখলে থাকা মিসরাতা শহরটির আশপাশ অঞ্চলে৷ পশ্চিম লিবিয়ার যে অঞ্চলে গাদ্দাফি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের জোরদার লড়াই চলছে এখন৷ গত কয়েকদিন ধরে যেখানে প্রচুর বোমা ফেলছে দু'পক্ষই৷ কিন্তু মিসরাতাকে কব্জা করতে পারেনি গাদ্দাফিবাহিনী৷ তার কারণ হল পশ্চিমের জোট বাহিনীর সহায়তা৷ এছাড়া লিবিয়া সরকার জানিয়েছে, আজদাবিয়া থেকে সিরতে শহরের মধ্যে পশ্চিমের বাহিনী এখন সবচেয়ে তৎপর৷ প্রসঙ্গত, সিরতে হল সেই শহর, যেখানে গাদ্দাফিপন্থীদের দখলদারি বেশ শক্ত৷
পশ্চিমের সমর্থনে বিদ্রোহীদের দখল ক্রমশ বাড়ছে
পশ্চিমের জোটবাহিনীর সহায়তা পাওয়ার পর থেকে স্বভাবতই গতি এসেছে লিবিয়ার বিদ্রোহীদের যুদ্ধ তৎপরতায়৷ শনিবার আজদাবিয়ার দখল ছিনিয়ে নেওয়ার পর রবিবার তারা ব্রেগা আর উজালা শহরদু'টিও ছিনিয়ে নিয়েছে গাদ্দাফির হাত থেকে৷ সম্ভাবনার পথ খুলে গেছে দেখে বিদ্রোহীরা এখন তাদের সদ্য হারানো জায়গাগুলির দখল নিতে চেষ্টা করছে৷ যেমন তেলসমৃদ্ধ রাস লানুফ শহরের কথাই বলা যায়৷ বিদ্রোহীদের দাবি, সে শহরের দখল এখন তাদের হাতে কিন্তু এই দাবির কোন সঠিক ভিত্তি নেই৷ তবে, বিদ্রোহী নেতাদের বক্তব্য, পশ্চিমের সমর্থন থাকলে তারা গাদ্দাফির প্রাণভোমরা, অর্থাৎ রাজধানী ত্রিপোলি পর্যন্ত যেতে তৈরি৷ এদিকে, লিবিয়া সরকারের তরফে সরকারি মুখপাত্র মুসা ইব্রাহিম জানিয়েছেন, যুদ্ধে সেনা এবং সাধারণ মানুষ দুইই নিহত হচ্ছে প্রচুর পরিমাণে৷ যদিও কোন সংখ্যার উল্লেখ তিনি করেন নি৷
বিদ্রোহীদের হাতে কী অস্ত্রও তুলে দিচ্ছে জোটবাহিনী?
এই বিষয়টাতে কিছুটা খটকা রয়েছে৷ গাদ্দাফি বিরোধীদের হাতে অস্ত্র জোটবাহিনী তুলে দিচ্ছে কিনা, এ প্রশ্নের জবাব দিতে গিয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স বলছেন, জোটবাহিনী কোনভাবেই গাদ্দাফিবিরোধীদের হাতে অস্ত্র তুলে দেবেনা৷ যদিও লিবিয়ার বিভিন্ন টার্গেটে তারা হামলা চালাবে৷ এর কারণ হিসেবে ফক্স বলেন, লিবিয়ার ওপরে জাতিসংঘের অস্ত্র সরবরাহ সংক্রান্ত নিষেধাজ্ঞা রয়েছে৷ জোটবাহিনীকে তা মেনে চলতে হবে৷ প্রসঙ্গত, যুদ্ধের শুরুর দিকে এই সম্ভাবনা নিয়ে প্রচুর আলোচনা করা হয়েছিল৷ ধারণা করা হচ্ছিল, লিবিয়ার বিদ্রোহীদের সাহায্য করতে তাদের পাশে দাঁড়াবে জোটবাহিনী এবং অস্ত্র দিয়েও তাদের সহায়তা করবে৷ তবে কার্যক্ষেত্রে সেই বিষয়টি এখনও বাস্তবায়িত হয়নি বলেই দাবি করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স৷
প্রতিবেদন: সুপ্রিয় বন্দোপাধ্যায়
সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস