1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের আশ্বাস যেন সত্য হয়

৬ আগস্ট ২০০৯

বাংলাদেশের জন্য ক্ষতিকর কিছু করবেনা ভারত - টিপাইমুখ বাঁধ নিয়ে এই আশ্বাস যেন সত্যে পরিণত হয়- এমন মন্তব্য দেশের বিশেষজ্ঞ, সুশীল সমাজ এবং রাজনীতিবিদদের৷

https://p.dw.com/p/J57R
ছবি: Bdnews24.com

তাদের মতে তথ্য উপাত্ত বিশ্লেষণের পরই বোঝা যাবে বাংলাদেশের জন্য বাঁধটি ক্ষতিকর কিনা৷

আন্তর্জাতিক নদী আইন বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান ডয়চে ভেলেকে বলেন, সংসদীয় দলকে ভারত যে আশ্বাস দিয়েছে তা যেন কাজে পরিণত হয়৷ বাংলাদেশের জনগণ বিশ্বাস করতে চায় যে ভারত ক্ষতিকর কিছু না করার যে কথা বলেছে, তা তারা রক্ষা করবে৷

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান মনে করেন, বিষয়টি সেচ প্রকল্প বা বিদ্যুত প্রকল্পের বিতর্ক নয়৷ এর সঙ্গে নিরপত্তার বিষয়টিও জড়িত৷ বাঁধটি নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ৷ ভারত সরকার যেখানে বাঁধ নির্মাণে সেখানকার মানুষের মতামত উপেক্ষা করছে সেখানে বাংলাদেশের স্বার্থ কতটা দেখবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি৷

ওয়াকার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন এমপি মনে করেন, ভারত যে আশ্বাসই দিক না কেন আমাদের প্রস্তুত থাকতে হবে৷ তথ্য-উপাত্ত বিশ্লেষণ না করে টিপাইমুখ বাঁধ নিয়ে সিদ্ধান্তে আসা যাবেনা৷

বাংলাদেশের তরুণ সমাজ মনে করে, সংসদীয় দল যে তথ্য উপাত্ত নিয়ে এসেছে তা প্রকাশ করা উচিত৷ যাতে দেশের মানুষ বুঝতে পারে৷ আর বাঁধটি বাংলাদেশের জন্য ক্ষতিকর হলে অবশ্য তা নির্মাণ বন্ধে সব ধরণের উদ্যোগ নিতে হবে সরকারকে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য