ভারত
৩০ ডিসেম্বর ২০১২প্রায় দুই সপ্তাহ আগে নতুন দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার ২৩ বছর বয়সি মেডিকেল ছাত্রীটি শনিবার সকালে সিঙ্গাপুরের হাসপাতালে মারা যান৷ রবিবার তাঁর মৃতদেহ নতুন দিল্লিতে পৌঁছানোর পর গোপনীয়তার সাথে পারিবারিক পরিমণ্ডলে শবদাহ সম্পন্ন হয়েছে৷ শবদাহের আনুষ্ঠানিকতা থেকে গণমাধ্যমকে দূরে রাখা হয়েছিল৷ তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাদের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, শবদাহের সময় সেখানে হাজির ছিলেন নতুন দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দিক্ষিত এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আর পি এন সিং৷
এদিকে, ঘটনার পর থেকেই তরুণীটির নাম পরিচয় প্রকাশ করা না হলেও তাঁর মৃত্যুর পর তাঁর সম্পর্কে কিছু তথ্য জানিয়েছেন তাঁর বন্ধু-বান্ধবী এবং প্রতিবেশীরা৷ উষা রায় নামে তাঁর এক প্রতিবেশী জানিয়েছেন, ‘‘আমরা জানতাম যে, তার ছেলেবন্ধুটির সাথে ফেব্রুয়ারি মাসে বিয়ে হবে৷ এই খবরে এলাকার সবাই খুব আনন্দিত হয়েছিল৷'' এছাড়া মহাবীর এনক্লেভ এলাকায় তাদের আরেক প্রতিবেশী মিনা রায় বলেন, ‘‘যে বন্ধুটির সাথে মেয়েটি বাসে করে যাওয়ার সময় হামলার শিকার হয়, তার সাথেই বিয়ের কথা ছিল৷ দিল্লিতে তাদের বিয়ের উৎসব করার পরিকল্পনা ছিল এবং সেজন্য প্রস্তুতিও নেওয়া হয়েছিল৷'' তাঁর বন্ধুরা জানিয়েছেন, মেয়েটির লেখাপড়ার খরচ চালানোর জন্য দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে চাকুরিরত তাঁর পিতা উত্তর প্রদেশে তাদের গ্রামের কিছু জমিও বিক্রি করেছিলেন৷ মেয়েটি অত্যন্ত মেধাবী ছিলেন এবং তাদের গ্রামের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস ছিলেন তিনি৷
এমন সম্ভাবনাময় একটি তরুণীর এমন করুণ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না নতুন দিল্লির মানুষ৷ শনিবার তারা নীরবে অশ্রু ঝরালেও রবিবার নতুন দিল্লিতে শোক-সন্তপ্ত হাজার হাজার মানুষ আবারও বিক্ষোভে ফেটে পড়েন৷ বিক্ষোভকারীদের একটি দল একদিনের অনশন ধর্মঘট করেছে৷ দুপুরের পর বিক্ষোভকারীরা জন্তর মন্তর থেকে কনট প্লেস এর দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে৷ তবে পুলিশ সহজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়৷ কারণ শনিবার থেকেই গোটা রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে৷ দিল্লির কেন্দ্রে সাধারণ পরিবহণ সীমিত রাখা হয়েছে৷
অন্যদিকে, ‘ধর্ষণের রাজধানী' হিসেবে খ্যাত নতুন দিল্লিতে গত ১৬ই ডিসেম্বর থেকে শনিবার পর্যন্ত সময়ের মধ্যে ২০ জনেরও বেশি নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে উল্লেখ করেছে হিন্দুস্তান টাইমস পত্রিকা৷ এছাড়া প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই এর খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিম বঙ্গে আরো একজন নারী প্রথমে গণধর্ষণের শিকার এবং পরে খুন হয়েছেন৷
এএইচ/আরআই (রয়টার্স, এএফপি, পিটিআই)