1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধর্ষণবিরোধী বিক্ষোভ

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি২৫ ডিসেম্বর ২০১২

দিল্লি ধর্ষণকাণ্ডের আগুন যেভাবে গোটা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, তা এখনও নেভেনি৷ প্রতিবাদকারী ও পুলিশের সংঘর্ষে বহু লোক আহত৷ তার মধ্যে আহত একজন পুলিশ কর্মী মারা যান মঙ্গলবার৷

https://p.dw.com/p/178rR
ছবি: Reuters

দিল্লি গণধর্ষণ কাণ্ডের পর, মহিলাদের নিরাপত্তা ইস্যুতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার এবং সর্বদলীয় বৈঠকের আর্জি জানিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে রিরোধী দল বিজেপি৷ কিন্তু সরকার ঐ দাবি নাকচ করে দেয়৷ বিজেপি নেত্রী সুষমা স্বরাজ প্রশ্ন তোলেন, তাহলে এ বিষয়ে সরকারের অবস্থান কী? ইন্ডিয়া গেটে পুলিশের ভূমিকারও সমালোচনা করে বিজেপি৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইন্ডিয়া গেট ও তার আশেপাশের এলাকা পুলিশ ঘিরে রাখে৷ ঐ এলাকার মেট্রো স্টেশন বন্ধ থাকে৷ ফলে যানজট৷ আর সাধারণ মানুষের দুর্ভোগ৷

প্রতিবাদকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে আহত হয় দেড়শোর মতো মানুষ৷ তার মধ্যে আহত এক পুলিশ কর্মী হাসপাতালে মারা যায় মঙ্গলবার৷ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়৷ এই ঘটনার জন্য দুর্নীতি বিরোধী অরবিন্দ কেজরিওয়ালের ‘আম আদমি পার্টি'-র সাতজনের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে পুলিশ৷ কেজরিওয়াল বলেছেন, তাঁর পার্টি এর সঙ্গে যুক্ত নয়৷

ওদিকে, ধর্ষিতা তরুণীর জীবনের বিপদ এখনও কাটেনি৷ আরেকটি অপারেশন হয়েছে৷ তাঁর রক্তে মারাত্মক সংক্রমণের লক্ষণও ধরা পড়েছে৷

Protest Demo Indien Vergewaltigung
দিল্লি ধর্ষণকাণ্ডের আগুন এখনও নেভেনিছবি: Reuters

ধর্ষণকাণ্ডের তদন্ত প্রক্রিয়ার অঙ্গ হিসেবে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী ২৩ বছরের ধর্ষিতা তরুণীর স্বীকারোক্তির ভিডিও রেকর্ডিং করতে দিল্লি পুলিশ বাধা দেয় – এই অভিযোগ তুলে দিল্লির মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন৷ বলা বাহুল্য, দিল্লি পুলিশ তা অস্বীকার করেছে৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত ফৌজদারি আইন সংশোধনের জন্য ‘জাস্টিস ভার্মা কমিটি' গঠন করেছে৷ কমিটি মহিলা সংগঠন, আইনজীবী, জুরি ও নাগরিক সমাজের কাছ থেকে তাঁদের পরামর্শ ও সুপারিশ চেয়েছেন৷ ৩০ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে হবে৷ নাগরিক সমাজের একাংশ ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ড দেবার বিরোধী৷ কারণ তাঁদের মতে, ফাঁসি দিলে ধর্ষণ কমবে না৷ অনেক ক্ষেত্রে ধর্ষক যে পরিবারেরই সদস্য!

উল্লেখ্য, ধর্ষণের অভিযোগে অভযুক্তদের মধ্যে মাত্র ৩০ শতাংশের সাজা হয়৷ জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের ভাইস-প্রেসিডেন্ট তেমনটাই মনে করেন৷ ২০১২ সালে শুধু দিল্লিতেই ঘটে ৬৬১টি ধর্ষণের ঘটনা৷ সারা দেশে ৪৬ হাজার লোক ধর্ষণের অভিযোগে জেলে কারাবন্দি বলে প্রকাশ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য