1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত-আফগান সহযোগিতা চুক্তি সই

৫ অক্টোবর ২০১১

নতুন দিল্লিতে ভারত ও আফগানিস্তানের মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তিতে সই করলেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই৷ এই ধরণের চুক্তি এর আগে অন্য কোনো দেশের সঙ্গে আফগানিস্তান করেনি৷

https://p.dw.com/p/12m0L
Indian Prime Minister Manmohan Singh, right, and Afghanistan President Hamid Karzai pose before a meeting in New Delhi, India, Tuesday, Oct. 4, 2011. Karzai is on a two-day official visit to India.(AP Photo/Gurinder Osan)
ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইছবি: dapd

ভারত ও আফগানিস্তানের মধ্যে কৌশলগত সহযোগিতার এই ঐতিহাসিক চুক্তির বিশেষ দিক হলো, আফগানিস্তানের সেনা ও নিরাপত্তা বাহিনীকে ট্রেনিং দেবে, সুসজ্জিত ও দক্ষ করে তুলবে ভারত৷ প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং আফগান প্রেসিডেন্ট কারজাই নতুন দিল্লিতে এই চুক্তিতে সই করার পর এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তির ফলে দু'দেশের ভবিষ্যত রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা, আর্থিক ও বাণিজ্যিক সহযোগিতা এক সাংবিধানিক রূপ পেল৷

আরো দুটি সমঝোতা স্মারকপত্র সই হয়েছে৷ তার একটি খনিজ সম্পদ খনন অন্যটি হাইড্রোকার্বন সংক্রান্ত৷ বহুজাতিক বাহিনী আফগনিস্তান থেকে চলে গেলে, আফগানিস্তানের পুনর্গঠন, উন্নয়ন ও শান্তির ভবিষ্যত যাত্রাপথে ভারত যে আফগান জনগণের পাশে আছে - এই চুক্তি তারই এক দলিল৷ প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, ভারত-আফগান সহযোগিতা এক খোলা পাতা৷ বাইরের হস্তক্ষেপ বিনা ভীতি ও চাপ ছাড়া আফগান জনগণ যাতে নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারে সেটাই সুনিশ্চিত করতে আগ্রহী ভারত৷

Indian Prime Minister Manmohan Singh, right, and Afghanistan President Hamid Karzai pose before a meeting in New Delhi, India, Tuesday, Oct. 4, 2011. Karzai is on a two-day official visit to India.(AP Photo/Gurinder Osan)
ছবি: dapd

দেশ গঠনে আফগানিস্তানের প্রয়াসকে সমর্থনের লক্ষ্যে আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে জার্মানির বন ও তুরস্কের ইস্তাম্বুলে আসন্ন সম্মেলনে ভারত যোগ দেবে৷ এই মুহূর্তে দরকার আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা, বলেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷

আফগান প্রসিডেন্ট কারজাই বলেন, ভারতের সঙ্গে এই চুক্তি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ছায়া ফেলবে না৷ হিংসামুক্ত আফগানিস্তানকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হলে এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনা জরুরি৷ ভারত সেটাই দেখতে চায়৷

প্রসঙ্গত, জাতিসংঘে ভারত ও আফগানিস্তান - উভয় দেশ নিজেদের সহযোগিতা আরো বাড়াবে নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের লক্ষ্যে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ